
ঢাকায় শুরু হয়েছে দ্যা ফ্লেবারর্স অব চায়না শিরোনামে "চীনা খাদ্য উত্সব ২০১৫"

৩ নভেম্বর সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মা মিংছিয়াং এ খাদ্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উৎসবটি যৌথ ভাবে আয়োজন করছে চীন আন্তর্জাতিক বেতার, প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেল ঢাকা, বাংলাদেশস্থ চীনা দূতাবাস এবং ইডাচু লিমিটেড চীন।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
