1111edu
|
সুপ্রিয় শ্রোতা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিবি)-র বাংলাদেশি শিক্ষার্থী শায়ের শাবাব উত্স'র সাক্ষাতকার।
উত্স'র ছোটবেলা কেটেছে পেইচিংয়ে। তিনি এর আগে প্রায় সাড়ে নয় বছর পেইচিংয়ে ছিলেন। তারপর তিনি বাংলাদেশে ফিরে যান।
তার বাবা মি. মহিউদ্দিন তাহের সিআরআই বাংলা বিভাগে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।
উত্স চীন সরকারের বৃত্তি নিয়ে আবার চীনে লেখাপড়া করতে আসেন।
সিআরআই বাংলার 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে তিনি তার জীবনের নানান অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।
রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn।
'বিদ্যাবার্তা' অনুষ্ঠান পরিবেশনায় ছাওইয়ানহুয়া সুবর্ণা ও এনামুল হক টুটুল।