Web bengali.cri.cn   
ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
  2015-10-30 15:45:40  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রকাশ : তাহলে মান্না আপা আজ আমরা কি কি খবর নিয়ে আলোচনা করবো।

মান্না : ধন্যবাদ প্রকাশ। বাছাই করা কয়েকটি সংবাদ দিয়েই আজ আলোচনা করা যাক। আপনিই শুরু করুন।

প্রকাশ : শীতকালীন শিবিরে অংশ নিতে চীনে পৌঁছেছেন ঢাকার কনফুসিয়াস ক্লাসরুমের দুই শিক্ষার্থী

শীতকালীন শিবিরে অংশ নিতে চলতি সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় চীনে এসে পৌঁছেছেন বাংলাদেশের রাজধানী ঢাকার কনফুসিয়াস ক্লাসরুমের দুজন শিক্ষার্থী। চলতি সপ্তাহের বুধবার তারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ পরিদর্শন করেন। ৯ দিনব্যাপী শীতকালীন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

মান্না : মধ্য এশিয়ার পাঁচ দেশ সফরে যাচ্ছেন জন কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রথমবারের মতো মধ্য এশিয়ার পাঁচটি দেশ সফরে যাচ্ছেন। মঙ্গলবার তার অফিস থেকে এই তথ্যটি জানানো হয়েছে। সিরিয়া সংকট নিয়ে শুক্রবার অস্ট্রিয়ায় একটি সংলাপে অংশ নেয়ার পর কিরগিজিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাবেন কেরি। আগামী ৩ নভেম্বর তার এই সফর শেষ হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন পররাষ্ট্রমন্ত্রী এক সফরে মধ্য এশিয়ার পাঁচটি দেশে যাবেন। কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে কেরির উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি বিশেষ আদালত ও মধ্য এশিয়ার আমেরিকান বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস চালু করা হবে।

উজবেকিস্তানের সমরকন্দে সফরের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করবেন কেরি। এই পাঁচটি দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি আরো জানিয়েছেন, নতুন এই কূটনৈতিক জোটটি সি ৫+১ নামে পরিচিত হবে। এই জোটে আঞ্চলিক ও বৈশ্বিক সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সচিব ও মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে।

সেখান থেকে আস্তানায় চতুর্থ যুক্তরাষ্ট্র-কাজাখস্তান কৌশলগত সংলাপে অংশ নিবেন করি। মধ্য এশিয়ার দেশগুলোর বৈশ্বিক গুরুত্ব নিয়ে সেখানে বক্তব্য দিবেন তিনি। এছাড়াও আশগাবাত ও দুশানবেতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ এই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে সতর্কতা অবলম্বন করেই বক্তব্য দেয় যুক্তরাষ্ট্র। কারণ প্রতিবেশী আফগানিস্তানের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাদের রসদ সরবরাহ অনেকাংশে এই দেশগুলোর ওপর নির্ভর করে। সূত্র: এএফপি

প্রকাশ : জাতিসংঘ প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে সংগীতানুষ্ঠান

বিশ্বজুড়ে ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস সম্প্রতি পালিত হয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সম্প্রতি এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সুসজ্জিত করা হয় সংস্থার কার্যালয়।

জাতিসংঘের শান্তি দূত, চীনা পিয়ানোবাদক লাং লাং, দক্ষিণ কোরিয়ার কিপিএস অর্কেস্ট্রা এবং নিউ ইয়র্ক হারলেম গসপেল গায়কদল সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে এক ভাষণে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, গত ৭০ বছরে জাতিসংঘ লাখ লাখ মানুষকে উপনিবেশবাদ ও বর্ণবৈষম্য থেকে মুক্তি দিয়েছে। বর্তমানে, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ও মানবতাবাদী কর্মীরা সংঘর্ষ ও রোগ বালাই প্রতিরোধে কাজ করছে।

বান কি-মুন আরও বলেন, জাতিসংঘ নিখুঁত না হলেও, এ সংস্থা ছাড়া, বিশ্বকে আশা দেখানোর কেউ নেই। ২০৩০ সালে টেকসই উন্নয়ন পরিকল্পনা পাস হয়েছে এবং এ উন্নয়ন বাস্তবায়নের জন্য জাতিসংঘের আরও শক্তিশালী হওয়া উচিত্।

১৯৪৫ সালের ২৪ অক্টোবর থেকে জাতিসংঘ সনদ কার্যকর হয়। এরপর ১৯৪৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছরের ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করে।

মান্না : ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্য নিয়ে বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (পরিচালন) কাইল পিটারস দুই দিনের এক সফরে গতকাল মঙ্গলবার ঢাকা এসেছেন।

কাইল বলেন, 'কঠিন চ্যালেঞ্জের মধ্যেও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জিত সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত। আমি বাংলাদেশের সফল উন্নয়ন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে চাই, যা থেকে অন্য দেশগুলোও শিক্ষা নিতে পারে।' তিনি বলেন, বাংলাদেশকে এখনো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে এ দেশের জনগণও ভালো কিছু করতে চায়।

কাইল জানান, বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বব্যাংক এখন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) তৈরি করছে। তাই এ দেশে অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর অন্তর্ভুক্তিমূলক করে তোলার পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনের পথে বিদ্যমান বাধাগুলো দূর করার বিষয়ে কীভাবে সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করা যায় সেই উপায় বের করবে বিশ্বব্যাংক।

সফরকালে কাইল অর্থমন্ত্রীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাত ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি দেশে বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত কিছু প্রকল্পও পরিদর্শন করবেন।

শ্রোতা বন্ধুরা, আলাপে আলাপে অনেক সময় চলে গেলো। এবার বিদায়ের পালা। যাবার আগে বলি, 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগেছে জানাবেন। আপনারা আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন, লিখতে পারেন চিঠি। আমাদের লেখার ঠিকানা : ........................।

আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন বন্ধুরা; কল্যাণে থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন। (প্রকাশ/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040