Web bengali.cri.cn   
The Seafood Cold Dish
  2015-10-29 13:37:51  cri

অক্টোবর ২৩ : আগামী ৩ নভেম্বর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী চীনা খাদ্য উত্সব। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হোক ইনু এবং চীনা রাষ্ট্রদূত মা মিং ছিয়াং প্রধান অতিথি হিসেবে সোনার গাওঁ হোটেলে উত্সবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় বেতারের মহাপরিচালক কাজী আকতার উদ্দিন আহমেদ, জাতীয় যাদুঘরের মহাপরিচালক ফায়জুল লতিফ চৌধুরী এবং দু'দেশের অন্যান্য সম্মনিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন। চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে এই উত্সবের আয়োজন করা হয়েছে। দু'দেশের জনগণের সমঝোতা বাড়ানোর লক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতার ও বাংলাদেশে চীনা দূতাবাস যৌথ উদ্যোগে সোনারগাঁও হোটেল এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের সহযোগীতায় চীনা খাদ্য উত্সবের আয়োজন করেছে। ছয় মাসের প্রস্তুতির পর বিভিন্ন পক্ষের সহযোগীতায় পেইচিংয়ের 'আই তা ছু' কোম্পানির পাঁচজন উচ্চমানের বাবুর্চি প্রথমবারের মত বাংলাদেশ সফর করবেন। তাদের তৈরি সুন্দর চীনা খাবারের মাধ্যমে বাংলাদেশের মানুষ চীনের খাদ্য সংস্কৃতি উপভোগ করতে পারবেন। সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্রছাত্রীরা উদ্বোধনী অনুষ্ঠানে 'তাই চি' কুং ফু এবং চীনা গান পরিবেশন করবেন। এ উত্সব শেষ হবে আগামী ৭ নভেম্বর।


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040