Web bengali.cri.cn   
গায়ক পু সু
  2015-11-05 14:27:19  cri


আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো গায়ক পু সু এবং তার গানের সাথে। প্রথমে আমরা শুনবো পু সু'র কণ্ঠে গাওয়া একটি অনিন্দ সুন্দর গান। এ গানের নাম 'বার্চ গাছ'(birch tree)।

বন্ধুরা, এই 'বার্চ গাছ' গানটির মাধ্যমে আপনারা অনেকেই পু সু'র সঙ্গে পরিচিত। পু সু ১৯৭৩ সালে নভেম্বরে চীনের নান চিং শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা পেইচিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ১৯৯৩ সালে তিনি ক্যাপিটাল সাধারণ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তবে মাত্র এক বছর পর তিনি স্কুল ছেড়ে দেন এবং সংগীত জীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি করেন। ১৯৯৯ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম প্রকাশিত হয়।

বন্ধুরা, ২০০৩ সাল পু সু'র জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। এ বছর বিখ্যাত পরিচালক ছাং ই মো পু সু'র 'colourful days' নামের গানটি একটি গাড়ির বিজ্ঞাপনে ব্যবহার করেন। এ গান পরে ৬ সপ্তাহে একটানা 'চীনা পপ সংগীত লিডারবোর্ডে' চ্যাম্পিয়ন হয়। এখন আমরা উপভোগ করব 'colourful days' গানটি।

প্রিয় শ্রোতা, আমি বলেছি, ২০০৩ সাল পু সু'র জন্য বিশেষ একটি বছর। কারণ এ বছরে তিনি প্রকাশ করেন তার অ্যালবাম 'Let life be beautiful like summer flowers'। এ অ্যালবাম পু সুকে এনে নেয় ব্যাপক সুনাম এবং জনপ্রিয়তা। এখন আমরা শুনবো 'Let life be beautiful like summer flowers' গানটি।

আমার মতে পু সু বিশেষ একজন গায়ক। তিনি গান গাইতে পছন্দ করেন। তবে তিনি entertainment industry পছন্দ করেন না। ২০০৩ সালের পর তিনি কোনো অ্যালবাম প্রকাশ করেন নি। সবার দৃষ্টির সামনে থেকে তিনি অদৃশ্য হয়ে যান যেন।

এখন আমরা শুনবো তার ২০০৩ সালে প্রকাশিত গানগুলো। প্রথমে আমরা শুনবো 'love you, good bye' শিরোনামের গানটি। গানের কথা এমন, আমি চিরকালের মতো তোমাকে ভালোবাসবো। আমাদের ভালোবাসার প্রতিশ্রুতি কোথায়? আমার কাঁন্নারত প্রেমিকা, তুমি ক্ষমা করতে পারো কি না তাকে যে ভালোবাসা তোমাকে আঘাত করে।

বন্ধুরা, কেউ কেউ বলে, পু সু'র গায়ক পরিচয়ের চেয়ে বরং বড় পরিচয় সে একজন শিল্পী, একজন কবি। এ কথা ঠিক। তার গানের কথাগুলো তো কবিতার মতো। 'ফুলগুলো' পু সুর বিখ্যাত গানের অন্যতম। অনেক শ্রোতাই এ গানটি ভীষণ পছন্দ করেন। পু সুর গান তীব্র নয়, স্থির ও শ্রুতিমধুর। গানে তিনি নিজের অনুভব, নিজের গল্প বলেছেন যেন সবাইকে। তার মনের ভেতর নিজের একটি বিশ্ব আছে। গানের মাধ্যমে আমরা এ বিশ্বের ছোট একটি অংশ দেখতে পাই। শুনুন তাহলে গানটি।

২০০৩ সালের পর পু সু কোনো সংগীত বা সাংস্কৃতি অনুষ্ঠানে অংশ নেন নি। দীর্ঘ বিরতির পর ২০১০ সালে তিনি ফিরে আসেন এবং উপহার দেন নতুন একটি গান। এ গানের নাম 'Just listen to the wind intoning for a moment'। এখন শুনুন এ গানটি।

প্রিয় শ্রোতা, ২০১০ সালের পর পু সু কখনও কখনও হাজির হন। শুধু এক বা দুটি গান প্রকাশ করেন। তবে ২০১৪ সাল পর্যন্ত 'Let life be beautiful like summer flowers' অ্যালবামটিই তার শেষ অ্যালবাম। নতুন কিছু গান তিনি চলচ্চিত্রের জন্য রচনা করেন। ২০১৪ সালে 'The Continent' নামের একটি সিনেমার জন্য পু সু রচনা করেন একটি গান। গানের নাম 'The road to ordinary'। পু সু ও চলচ্চিত্রের পরিচালক হান হানের বন্ধু। একবার হান হান পু সুর বাড়িতে বসে প্রথম 'The road to ordinary' গানটি শুনেন তিনি। পরে নিজের চলচ্চিত্রে এ গান ব্যবহার করতে চান। পু সু বন্ধুর জন্য ৪ বছরের পর আবার গান গেয়েছেন। (শিশির/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040