
সুপ্রিয় শ্রোতা, আজকের খোলামেলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। চীনের শাংহাই আর্ট এসোসিয়েশনের আমন্ত্রণে বাংলাদেশের চিত্রশিল্পী কাজী সাইদ আহমেদ অক্টোবরে চীন সফর করেছেন। তিনি শাংহাইয়ের আন্তর্জাতিক আধুনিক চারুকলা বিনিময় প্রদর্শনী ও কর্মশালায় যোগ দিতে তৃতীয়বারের মতো চীন এসেছেন। এরপর চীন আন্তর্জাতিক বেতারের কার্যালয় সফর করেন তিনি। বাংলাদেশর ঐতিহ্যবাহী 'সোনালী আঁশ'-পাটের তৈরি চটকে ছবির ক্যানভাস হিসেবে ব্যবহার করছেন তিনি। যেমনটা করেছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আরেক চিত্রশিল্পী এস এম সুলতান। দীর্ঘদিন ধরে এ নিয়ে চিন্তা-গবেষণাও করছেন কাজী সাইদ।
এসব বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম তার সঙ্গে। আজ শুনুন সে সাক্ষাতকারের উল্লেখযোগ্য অংশ। (স্বর্ণা/তৌহিদ)

