Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের ব্রিটেন সফরে দু'দেশের সম্পর্কের নতুন যুগ উন্মোচিত: চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2015-10-24 16:48:39  cri

অক্টোবর ২৪: সি চিন পিংয়ের ব্রিটেন সফর দু'দেশের সম্পর্ককে নতুন মর্যাদা দিয়েছে এবং দু'দেশের বিনিময়ের নতুন যুগ উন্মোচন করেছে। প্রেসিডেন্ট সি সফর শেষে দেশে ফেরার আগে এ মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ব্রিটেন সফর করেন চীনের প্রেসিডেন্ট।

ওয়াং ই বলেন, চীন ও ব্রিটেন হলো উন্নত সভ্যতার দেশ, মানবজাতির উন্নয়ন ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে দু'দেশের অনেক অবদান রয়েছে। দু'দেশ বিশ্বশান্তি ও উন্নয়নের পবিত্র দায়িত্ব পালন করছে। এ সফরে দু'দেশের বিভিন্ন মহলে ব্যাপক মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে।

সফরে সি চিন পিং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে কয়েক দফা গভীর আলাপ-আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন। তারা একবিংশ শতাব্দীতে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা এবং যৌথভাবে স্থায়ী, উন্মুক্ত ও উইন-উইন 'স্বর্ণযুগ' উন্মোচনের ঘোষণা দিয়েছেন। ওয়াং ই বলেন, এটা হলো চীন ও ব্রিটেনের সুদূরপ্রসারী স্বার্থ এবং বিশ্বশান্তি ও সমৃদ্ধির দৃষ্টিকোণ থেকে নেওয়া কৌশলগত পদক্ষেপ।

ক্যামেরন জোর দিয়ে বলেন, ব্রিটিশ সরকার বলিষ্ঠ বৈশ্বিক অংশীদারি সম্পর্ক উন্নত করতে চায় ও পশ্চিমা গোষ্ঠীর মধ্যে চীনের সবচেয়ে ভালো সহযোগী অংশীদার হতে চায়।

ওয়াং ঈ জানান, দু'দেশের 'যুক্ত ঘোষণায়' বলা হয়েছে, চীন ও ব্রিটেন পরস্পরের উন্নয়নকে দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করে। দু'পক্ষ বাণিজ্যিক বিনিয়োগ বাড়াবে, অর্থনৈতিক প্রতিযোগিতার শক্তি ও উদ্ভাবনে সহায়তা করবে এবং পরবর্তী দশকে দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

ওয়াং ই মনে করেন, এ ঘোষণা দু'পক্ষের মধ্য ও দীর্ঘমেয়াদী সার্বিক সহযোগিতার নতুন দিক নির্দেশনা দিয়েছে, সুন্দর ভবিষ্যত রচনা করেছে এবং দু'দেশের সম্পর্কোন্নয়নের দুয়ার খুলে দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সি চিন পিংয়ের প্রথম ব্রিটেন সফর সার্বিকভাবে চীন-ইউরোপ সহযোগিতার ক্ষেত্রে নতুন চালিকাশক্তি যুগিয়েছে। এ সফর পরিপূর্ণ সফল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

(ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040