Web bengali.cri.cn   
'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান
  2015-10-23 18:25:40  cri

প্রিয় শ্রোতা, Muse,আমার মনে হয় ব্রিটেনের একটি সেরা ব্যান্ডদল। তাদের গান passionate খুবই রোমান্টিক। আর Muse-এর সব সদস্যের সবচেয়ে প্রিয় একটি গান হচ্ছে 'Invincible'। এ গানে জীবন ও ভালবাসার কথা বলা হয়েছে। গানটি শুনতে শুনতে রোমান্টিকতা অনুভব করতে পারবেন। তাহলে শুনুন এ গানটি।

Muse-এর গান শুনে কেমন লাগলো বন্ধুরা? তাদের গান আরো শুনতে চান? 'Unintended' হচ্ছে একটি অবানিজ্যিক গান। কেন অবানিজ্যিক তা কি জানতে চান? Muse এ গানটি লেখার পর সঙ্গীতের বাজারে বিক্রি করেনি। শুধু ওয়েবসাইটে প্রকাশ করেছে। কিন্তু এ গানটি ভক্তদের অসম্ভব প্রিয়। তাহলে শুনুন গানটি।

শ্রোতাবন্ধুরা, আমি আগের অনুষ্ঠানে কয়েকবার ব্রিটেনের তরুণ গায়িকা Lorde-এর সাথে পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের। আমি তাকে ভীষণ পছন্দ করি। তাই আজ তার আরেকটি গানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। গানটি হচ্ছে 'Royals'। টাকা, সামাজিক অবস্থা, সুনাম-এসব অনেক তরুণ-তরুণীদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তাদের মুক্তি। তাহলে Royals গানটি শুনুন।

বন্ধুরা, মিথ্যা কথা বলা আমরা একদম পছন্দ করি না। কিন্তু জীবনে কখনো কখনো মিথ্যা কথা বলতে হয়। এখন একটি গান শুনাবো আপনাদের। গানটির নাম 'where did you sleep last night'। গতরাতে তুমি কোথায় ঘুমিয়েছিলে? এ গানে এধরনেরই একটি গল্প রয়েছে। গায়ক Nirvana এ গানে প্রশ্নের উত্তর জানতে চান। চলুন, উত্তর আমরা এক সাথে খুঁজবো।

প্রিয় শ্রোতা, আমাদের জীবনে অভিনন্দন পাওয়ারও দিন থাকে। থাকে আশাহীন দিনেরও স্পর্শ। এ সময়গুলোতে কী কী করবো আমরা? এ প্রশ্নের উত্তর রয়েছে 'bad day' শিরোনামের গানটিতে।

শ্রোতাবন্ধুরা, 'Once' হচ্ছে একটি মার্কিন চলচ্চিত্র। এই চলচ্চিত্রের জন্য আয়ারল্যান্ডের গায়িকা Glen Hansard সুন্দর সুন্দর গান লিখেছেন। এর মধ্যে আমার প্রিয় হচ্ছে 'Falling Slowly'। কোনো কোনো ভালোবাসা খুবই প্রবল। কিন্তু কোনো কোনো ভালোবাসা দিনের পর দিন ধীরে ধীরে প্রস্ফুটিত হয়েছে। হ্যাঁ, এবার শুনুন রোমান্টিকতায় পারিপূর্ণ ভালোবাসা সম্পর্কে একটি গান। নাম 'Falling Slowly'।

বন্ধুরা, এখন আপনাদের একটি হট মার্কিন গানের সাথে পরিচয় করিয়ে দিবো। সঙ্গীতে ব্যান্ড 'The Fray'-এর 'Never Say Never'। এ গানটি অনেক চলচ্চিত্র ও টিভি নাটকে ব্যবহার করা হয়েছে। তাহলে শুনুন এ হট গান Never Say Never।

আজকের অনুষ্ঠানের সর্বশেষ গান 'Radiohead'-এর 'No Surprises'। আশা করছি গানটি আপনারা পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান শেষ করছি। আশা করছি গানগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা ইউরোপীয় ও আমেরিকান গায়ক বা গায়িকার কোনো গান শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের চিঠি বা ইমেইল পাঠাবেন।

আমাদের ইমেইল ঠিকানা : wangcuiyang@gmail.com। চিঠিতে প্রথমে লিখবেন : ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত প্রস্তাব। আপনাদের চিঠি বা ইমেইলের অপেক্ষায় রইলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040