Web bengali.cri.cn   
লন্ডনে 'চীন-ব্রিটেন একবিংশ শতাব্দীমুখী বৈশ্বিক সার্বিক কৌশলগত অংশীদারিমূলক সম্পর্কের যৌথ ঘোষণা' প্রকাশিত
  2015-10-23 14:08:32  cri

অক্টোবর ২৩: লন্ডনে গতকাল (বৃহস্পতিবার) 'চীন-ব্রিটেন একবিংশ শতাব্দীমুখী বৈশ্বিক সার্বিক কৌশলগত অংশীদারিমূলক সম্পর্কের যৌথ ঘোষণা' প্রকাশিত হয়।

এতে বলা হয়, দু'পক্ষ প্রত্যাশা করে, এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক যতদ্রুত সম্ভব চালু হয়ে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যোগ দেবে এবং চমত্কার, মসৃণ ও আনুষ্ঠানিক একটি সংস্থায় পরিণত হয়ে এশীয় অঞ্চলে অবকাঠামো নির্মাণের সমস্যায় সহায়তা করবে।

ঘোষণায় বলা হয়, ২০১৬ জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করতে চীনকে সমর্থন করে ব্রিটেন। দু'পক্ষ অর্থ, শুল্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও দুর্নীতি দমনসহ নানা ক্ষেত্রে সহযোগিতার জোরদার করবে।

ঘোষণায় আরো বলা হয়, চীন-ব্রিটেন নতুন অংশীদারি সম্পর্কের মাধ্যমে অব্যাহতভাবে সহযোগিতা করবে এবং দারিদ্র্য বিমোচনসহ জাতিসংঘের নানা টেকসই উন্নয়নের উদ্দেশ্যকে সমর্থন করবে।

এ ঘোষণা অনুযায়ী, যতদ্রুত সম্ভব একটি উচ্চাকাঙ্ক্ষী ও সার্বিক চীন-ইউরোপ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করতে সমর্থন করবে চীন ও ব্রিটেন। যতদ্রুত সম্ভব চীন-ইউরোপ মুক্ত বাণিজ্য অঞ্চলের যৌথ সম্ভাব্যতা গবেষণা করা শুরু হবে। (শিশির/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040