Web bengali.cri.cn   
বেশ কয়েকটি গীতিনাট্যের গান
  2015-10-22 16:10:54  cri


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, আজকের সুরের ধারায় অনুষ্ঠানে আমি বিশ্বের বেশ কয়েকটি গীতিনাট্যের গান থেকে নির্বাচন করে কিছু বিখ্যাত গান শোনাবো আপনাদের। আশা করি, সবাই গানগুলো পছন্দ করবেন।

আপনারা জানেন, গীতিনাট্যের আরেক নাম সঙ্গীত ও নৃত্য অপেরা। গীতিনাট্য হলো মঞ্চে পরিবেশিত এক ধরনের শিল্পের ফর্ম। এতে অপেরা, নৃত্য ও সঙ্গীতসহ তিনটি শিল্পের সংমিশ্রণ ঘটনো হয়। গীতিনাট্য ২০ শতাব্দী থেকে শুরু হওয়া এক ধরনের সার্বিক Stagecraft বা মঁচশিল্প। অপেরার তুলনায় গান গাওয়ার পদ্ধতি, সঙ্গীতের শৈলী এবং বিষয়বস্তুসহ বিভিন্ন ক্ষেত্রে গীতিনাট্য আরো বৈচিত্র্যময়। তা ছাড়া, গীতিনাট্য আরো সহজ বলে বেশ জনপ্রিয়ও।

পরের সুরের ধারায় অনুষ্ঠানে সবাই মিলে বিশ্বের বেশ কয়েকটি বিখ্যাত গীতিনাট্যের গানগুলো শুনবো।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন তা 'বিড়াল' নামে একটি গীতিনাট্যের গান।

প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার 'the phantom of the opera' শিরোনামে একটি গীতিনাট্যের গান। বিকৃত মানসিকতার কিন্তু খুবই প্রতিভাবান একজন সঙ্গীতজ্ঞ নিজেকে প্যারিস অপেরার একটি সমাধিতে লুকিয়ে রাখেন। এ সময় একদিন তিনি সুন্দর একটি মেয়ের সঙ্গে মিলিত হন। প্রেমের কারণে তিনি সেই মেয়েকে যথাসাধ্য সাহায্য করেন। অবশেষে সেই মেয়েটি দারুণ বিখ্যাত একজন তারকায় পরিণত হন। তবে মেয়েটি অন্য এক সুদর্শন ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। তারপর এ তিনজন মানুষের জটিল সম্পর্ক শুরু হয়।

আচ্ছা, এখন গানটি শোনা যাক।

শ্রোতা, আমি 'the phantom of the opera' নামে এই গীতিনাট্যের আরেকটি গান শোনাবো আপনাদের। গানের নাম হলো 'all I ask you'।

শ্রোতাবন্ধুরা, এখন আমি 'ল্যা মিজারেবল' নামে আরেকটি গীতিনাট্যের দুটি গান শোনাবো আপনাদের।

প্রথমে 'do you hear the people sing' নামে একটি গান উপহার দিবো। এ গানে বলা হয়েছে, তুমি জনগণের গহীন মনের কণ্ঠ শুনতে কি পাও? বিক্ষুব্ধ জনগণের মনের উত্কণ্ঠা শুনতে পাও কি? বেচারা জনতা বিপজ্জনক অবস্থায় পড়লেও সমতা এবং স্বাধীনতা অন্বেষণ করা বন্ধ করবে না। নির্মম শাসকশ্রেণীকে অবশেষে পরাজিত করা হবে এবং গণতন্ত্র ও স্বাধীনতা সামনে অপেক্ষা করছে।

শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হলো ' ল্যা মিজারেবল' নামে এ গীতিনাট্যের আরেকটি গান। গানের নাম হলো 'I dreamed a dream'।

প্রিয় শ্রোতা, আপনারা এখন 'মিস সাইগন ' নামে আরেকটি গীতিনাট্যের গান শুনছেন। এ গানটির নাম 'I still believe'। 'মিস সাইগন ' নামে এ গীতিনাট্যে ভিয়েতনামে যুদ্ধ চলাকালে একজন মার্কিন সৈন্য এবং ভিয়েতনামের একজন পতিতার প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখন সবাই মিলে পুরো গানটি শুনি চলুন।

শ্রোতাবন্ধুরা, এ গানের সুর শুনে আপনাদের কি পরিচিত বলে মনে হচ্ছে? হ্যাঁ, হয়তো আপনারা এই গীতিনাট্যটি দেখেন নি। তবে আমি বিশ্বাস করি, আপনারা অবশ্যই এই গানটি শুনেছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য এভিটা নিজের স্বামীকে অনেক সাহায্য করেন। তার সকল ক্ষমতা দিয়ে তিনি দরিদ্র মানুষদের সাহায্য করেন এবং নারীদের স্বার্থ সুরক্ষায় কাজ করতেন। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, মাত্র ৩৩ বছর বয়সী এভিটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে তিনি বলেন, 'আমি আর্জেন্টিনাকে ভালোবেসে মারা গেলাম। আর্জেন্টিনা, দয়া করে আমার জন্য কাঁদবে না।' তার এই কথায় অনেক লোক অভিভূত হয়ে যান।

চলুন শ্রোতা, এখন আমার সঙ্গে 'don't cry for me, argentina' নামে এই গানটি উপভোগ করবেন।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষে আমি 'mamma mia' নামে আরেকটি গীতিনাট্যের গান শোনাবো আপনাদের। গানের নামও 'মামা মিয়া'।

নিজের মেয়ে অচিরেই বিয়ে করবে। তবে মেয়ের মা জানেন না, মেয়ের বাবা কে? এদিকে মেয়েটি আশা করে, তার বাবা তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ অবস্থায় তার মার তিনজন সাবেক ছেলেবন্ধু তাদের বাসায় আসে। তাদের তিনজনের মধ্যে কে মেয়েটির বাবা? 'মামা মিয়া' নামে এই গীতিনাট্যে এমন একটি মজাদার গল্প তুলে ধরা হয়েছে।

আচ্ছা, এখন পুরো গানটি শোনা যাক।

সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

আগামী সপ্তাহে আবারো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040