Web bengali.cri.cn   
লন্ডনে বৈঠক করেছেন সি চিন পিং ও ডেভিড ক্যামেরন
  2015-10-22 09:31:03  cri

অক্টোবর ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল (বুধবার) লন্ডনে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ভবনে বৈঠক করেছেন। দু'পক্ষ যৌথভাবে চীন ও ব্রিটেনের একবিংশ শতাব্দীমুখী বৈশ্বিক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা এবং স্থায়ী, উন্মুক্ত ও সকলের কল্যাণমূলক চীন-ব্রিটেন সম্পর্কের 'স্বর্ণযুগ' শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।
সি চিন পিং উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ব্রিটেনের সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দ্রুত উন্নয়নের পথে প্রবেশ করেছে। ব্রিটেন চীনের সবচেয়ে উন্মুক্ত সহযোগিতার অংশীদার হওয়ার সদিচ্ছা প্রকাশ করায় চীন প্রশংসা করে। চীন ব্রিটেনের সঙ্গে দু'দেশের আরো উচ্চ পর্যায়ের স্থায়ী ও স্থির সম্পর্ক নিশ্চিত করতে ইচ্ছুক। চীন চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে বিনিয়োগ করতে উত্সাহ দেয় বলেও জানান তিনি।
সি সিন পিং আরো বলেন, পশ্চিমা প্রথম বড় দেশ হিসেবে এশিয়ার অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে ব্রিটেনের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায় চীন। চীন আশা করে, ইউরোপীয় পুনর্নির্মাণ ও উন্নয়ন ব্যাংকে চীনের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি ব্রিটেন সমর্থন করবে।
ক্যামেরন বলেন, প্রেসিডেন্ট সি'র এবারের ব্রিটেন সফর সাফল্যমণ্ডিত হয়েছে। দু'পক্ষ অনেক বড় প্রকল্প, অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছেছে। এবারের সফর বলিষ্ঠভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে।
ব্রিটেন পশ্চিমা দেশে চীনের সবচেয়ে ভালো সহযোগিতার অংশীদার হতে এবং চীনের সঙ্গে অর্থ, জ্বালানি, উদ্ভাবনশীল শিল্প, ভিসার সহজায়ন সহ নানা ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে চায়।
তিনি বলেন, ব্রিটেন সক্রিয়ভাবে এশিয়ার অবকাঠামো বিনিয়োগ ব্যাংক প্রতিষ্ঠায় অংশ নেবে এবং 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করার ব্যাপার গবেষণা করবে। 
বৈঠকের পর দু'দেশের নেতারা যৌথভাবে অর্থ, শুল্ক বিভাগ, স্থানীয় সহযোগিতা, নবোদিত শিল্প ও টেকসই উন্নয়ন সহ নানা ক্ষেত্রের দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040