Web bengali.cri.cn   
 গায়ক ও গীতিকার  সিয়াও খ্য
  2015-10-21 15:34:50  cri


আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো একজন গায়ক ও গীতিকারের সাথে। তার নাম খ্য চাও লেই। সাধারণত আমরা তাকে সিয়াও খ্য বলে ডাকি। সিয়াও খ্য ১৯৭১ সালে পেইচিংতে জন্মগ্রহণ করেন। তিনি ১০ বছর বয়স থেকে পিয়ানো বাজাতে শিখেছেনে। তিনি ১৯৯০ সালে ক্যাপিটাল সাধারন বিশ্ববিদ্যালয়ের পিয়ানো বিভাগে ভর্তি হন। স্নাতক হওয়ার পর তিনি মাধ্যমিক স্কুলে একজন সংগীত শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৫ সালে তিনি পেইচিংয়ে একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং একজন গায়ক ও গীতিকারে পরিণত হন।

বন্ধুরা, প্রথমে আমরা তার রচিত টিভি নাটক 'Eternal Moment'-এ তার কণ্ঠে গাওয়া থিম সংগীতটি শুনবো। অনেকে এ টিভি নাটকের মাধ্যমে প্রথমবারের মতো সিয়াও খ্যর নাম শুনেন। তিনি এ টিভি নাটকের জন্য নানা সংগীত রচনা করেন। তার লেখা এ নাটকের সব কয়টি সংগীতই চীনে বেশ জনপ্রিয় হয়।

এখন আমরা শুনব 'Eternal Moment' নাটকের অন্য একটি গান। গানের নাম 'তোমার ভালবাসার অপেক্ষা করছি' । নাটকে ব্যবহার করা হয় গায়িকা চেন মিংয়ের গাওয়া গানটি। তবে এখন আমরা শুনব ২০০২ সালে সিয়াও খ্য নিজের গাওয়া এ গানটি।

 সিয়াও খ্য বেশ কিছু বিখ্যাত টিভি নাটক ও চলচ্চিত্রের জন্য গান রচনা করেছেন। এখন যে গানটি আমরা শুনব তার নাম 'সাধারণ দিনগুলো'। এটি 'What ever Zhang Damin's happy life' নামে একটি টিভি নাটকের প্রধান গান। এ গানে সিয়াও খ্য পেইচিংয়ের এক সাধারণ নাগরিকের সাধারণ জীবনের কথা বনর্ণা করেছেন। শুনুন তাহলে গানটি।

আমরা বলেছি সিয়াও খ্য টিভি নাটক 'Eternal Moment'-এর মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেন। ২০১৩ সালে এ নাটকের নামেই একটি চলচ্চিত্র মুক্তি পায় এবং সিয়াও খ্য আবার এ চলচ্চিত্রের জন্য সংগীত রচনা করেন। 'because of love' নামে এ গানটি ২০১৪ সালে চীনে সবচেয়ে জনপ্রিয় একটি দ্বৈত কণ্ঠে গাওয়া গানে পরিণত হয়। বন্ধুরা, যদিও সিয়াও খ্য চলচ্চিত্রের জন্য অনেক গান রচনা করেছেন তবে একটি গান বেশ জনপ্রিয়। যেমন, 'স্থিতিশীল সুখ'। আসলে এ গানটি চলচ্চিত্র 'Better And Better'-এর জন্য লিখেছেন তিনি। তবে চলচ্চিত্রের জন্য লেখা এ গানটি মানুষের মনে গভীর ছাপ ফেলে।

এখন যে গানটি আমরা শুনব সেটি আমার প্রিয় একটি গান। ২০১৪ সালে প্রকাশিত চলচ্চিত্র 'Beijing Love Story'-এর প্রধান গান এটি। এখন সবাই উপভোগ করব চলচ্চিত্রের একই নামে এই গানটি। বন্ধুরা, 'Go away Mr. tumour' নামে চলচ্চিত্রটি এবছর চীনের পক্ষ থেকে অস্কার সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় অংশ নেবে। সুং তুন নামের একটি মেয়ের জীবনের সত্যি গল্পের ভিত্তিতে তৈরি করা হয় এ চলচ্চিত্র। tumour রোগী সুং তুন জীবনের শেষ দিনের গল্পের মাধ্যমে আশাবাদী ও দৃঢ় মনোভাব প্রকাশ করা হয়েছে।

সিয়াও খ্য এ চলচ্চিত্রের জন্য থিম সংগীত রচনা করেন। এখন আমরা শুনব 'দুখিত' নামে এ গানটি।

আজকের অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমরা শুনব 'পেইচিং শরত্কালের সন্ধ্যা'। আপনারা জানেন এখন ঠিক পেইচিংয়ের শরত্কাল চলছে। এ গানের মাধ্যমে আপনাদের দেখাতে চাই এ শহরের সৌন্দর্য ও উষ্ণতা।(শিশির)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040