সম্প্রতি চীন-ইউরোপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী এবং চীনের কুয়াংতুন—বেলজিয়ামের লিমবুর্গ (Limburg) প্রদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এ দু'টি ইভেন্ট উদযাপন করা হয়েছে। এজন্য বড় ধরনের নৃত্য নাটক সিরিজ <ছাও সান না হু ছা> গত ১১ অক্টোবর বেলজিয়ামের লিমবুর্গের হাসেলট্ (Hasselt) শহরের সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চায়ন করা হয়। বেলজিয়ামের ভক্তদের জন্য কুয়াংতুং অঞ্চলের অতীত জীবন-যাপন পদ্ধতি প্রদর্শন করা হয়েছে।
কুয়াংতুং প্রদেশের ছাও সান ভাষায়, বৃহদায়তন নৃত্য-নাট্য সিরিজ <ছাও সান না হু ছা> মঞ্চে প্রদর্শন শুরু হয়। দক্ষিণ চীন নৃত্য-গীতি দলের ৪০ জনেরও বেশি তরুণ শিল্পী এতে পার্ফম করেছেন এবং দর্শকদের বাহবা কুড়িয়েছেন।
পরিচালক, দক্ষিণ চীন নৃত্য-গীত দলের ডিন সিয়ে সিয়াও ইয়ং বলেছেন,
"ছাও সান অঞ্চলের কুংফু চা চীনসহ গোটা বিশ্বে খুবই বিখ্যাত। আমরা জানি বিশ্বে কয়েক হাজার রকমের চা রয়েছে। প্রতিটি চায়ের নিজস্ব স্বাদ আছে। ঠিক যেনো জীবনের মতো। টক, মিষ্টি, তিক্ত ও ঝাল স্বাদের। আমরা আশা করছি আমাদের পরিবেশনার মাধ্যমে এই চা সংস্কৃতিকে তুলে ধরা হবে। আর এ কারণেই আমরা আমরা <ছাও সান না হু ছা> নৃত্যনাট্য পরিবেশন করছি এখানে। বিভিন্ন ধরনের চায়ের স্বাদ উপভোগ করার মতো জীবন ঘণিষ্ঠ এই নৃত্যনাট্যটিও উপভোগ করবো।"
<ছাও সান না হু ছা> নৃত্যনাট্যটি বেলজিয়ামের দর্শকদের সামনে পরিবেশনের আগে নেদারল্যান্ডসে ৩টি শো করেছে। সেখানেও এর অনেক ভক্ত রয়েছে।
'ইউরোপীয় আলোকচিত্রশিল্পীর চোখে চীন' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি একই সময়ে লিমবুর্গের গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। ইতালি, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও হাঙ্গেরিসহ বিভিন্ন দেশের ১১জন আলোকচিত্রশিল্পীর ১৮০টিরও বেশি দৃষ্টিকোণ থেকে কুয়াংতুং প্রদেশের প্রাকৃতিক দৃশ্য, উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিরাট অর্থনৈতিক সাফল্য দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নে চীনের এ কোর্সের ডিন ছিয়েন পো বলেন,
"চলতি বছর হলো চীন-ইউরোপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত ৪০তম বার্ষিকী। এবারের সাংস্কৃতিক সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠান দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করবে এবং চীন-ইউরোপ কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক উন্নয়নে নতুন চালিকাশক্তির যোগান দেবে।"