প্যারিসে চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন
চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং প্যারিসে চীনের সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে 'চীনের সিনচিয়াং সাংস্কৃতিক সপ্তাহ' আয়োজন করেছে। গত ১২ অক্টোবর প্যারিসে এই সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সাত দিনের ধারাবাহিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ফ্রান্সের মানুষের কাছে সিনচিয়াংয়ের সৌন্দর্যকে তুলে ধরেছে এবং দু'দেশের বন্ধুত্ব ও বিনিময়কে উন্নত করেছে।
1 2 3 4 5
উদ্বোধনী অনুষ্ঠানে সিনচিয়াংয়ের নৃত্য-গীতি দল স্থানীয় সংখ্যালঘু জাতিগুলোর আকর্ষণীয় পরিবেশনা তুলে ধরেছে। এসব সাংস্কৃতিক কর্মকাণ্ড ফরাসি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পায়। সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসেবে আরো একটি প্রদর্শনী রয়েছে, সেটি হলো 'দ্যা মেই সিন চিয়াং' আলোকচিত্র প্রদর্শনী—মানে সুন্দর সিনচিয়াং। সিনচিয়াং নৃত্য-গীতি দলের দারুণ পাফর্ম্যান্সের চেয়েও আলোকচিত্র প্রদর্শনীটি দর্শকদের নজর কেড়েছে। স্থানীয় দর্শকরা সিনচিয়াংয়ের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করেছেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক