Web bengali.cri.cn   
লন্ডনে চীনের বইমেলার উদ্বোধন
  2015-10-20 14:53:01  cri
অক্টোবর ২০: 'লন্ডনে চীনের বইমেলা ২০১৫' গতকাল (সোমবার) সন্ধ্যায় ব্রিটেনের লন্ডনে উদ্বোধন হয়েছে।

ব্রিটেনের বিখ্যাত বইয়ের দোকান ওয়াটারস্টোন্স, হ্যাচার্ডাস, ব্রিটিশ জাদুঘর ও হ্যারোডসসহ বিশটিরও বেশি বড় ও মধ্য আকারের বইয়ের দোকান এতে অংশ নিয়েছে।

মেলায় প্রধানত 'দেশ পরিচালনা সম্পর্কে সি চিন পিং-এর ভাষণ', 'চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম কংগ্রেস: চীনা স্বপ্ন ও বিশ্ব'সহ চীনের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ৩৮টি বই এবং চীনের ঐতিহ্য ও আধুনিক সংস্কৃতি সম্পর্কিত ৬০টিরও বেশি বই প্রদর্শিত হবে।

এসব বইয়ের মাধ্যমে ব্রিটেনের পাঠকরা আরো ভালোভাবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দেশ পরিচালনার ধারণা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া চীনের সংস্কৃতি ও আধুনিক সমাজ সম্পর্কেও জানতে পারবেন ব্রিটিশ পাঠকরা।

জানা গেছে, আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ বইমেলাটি চলবে। (শুয়েই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040