1019music
|
বন্ধুরা, শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা।
চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও অনিন্দ সুন্দর এক সঙ্গীতের ভুবনে। সঙ্গীতের মাধ্যমে আমরা জীবনকে উপলব্ধি করার চেষ্টা করি। বন্ধুরা, আপনাদের পছন্দমত আমি সব সময় অনুষ্ঠান সাজাতে চেষ্টা করি। জানি না আপনাদের তা কেমন লাগে। তবে আপনাদের ভালোলাগা এবং ভালোবাসা আমাকে পথ চলতে উত্সাহিত করে। সব সময় মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমার সফলতা।
প্রিয় শ্রোতা, চলুন, তাহলে গান শুরু করা যাক। আজকের অনুষ্ঠানে প্রথমেই শুনুন 'তিক্ততা' নামে একটি গান। গানটি গেয়েছেন চীনের হংকংয়ের কণ্ঠশিল্পী ছেন ই সুন।
ছেন ই সুন ১৯৭৪ সালের ২৭ জুলাই হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে তিনি হংকং টেলিভিশন আয়োজিত ১৪তম সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন। এরপর থেকেই সঙ্গীত জগতে তার পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়। এখন তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অন্যতম। আচ্ছা, এখন গানটি শুনুন।
বন্ধুরা, এখন শুনুন আরেকটি অত্যন্ত মিষ্টি গান। এ গানের নাম 'তোমার সঙ্গীতের এ পথ'। গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ইয়াং জুং উই।
ইয়াং জুং উই-এর জন্ম ১৯৭৮ সালের ৪ এপ্রিল। ছোটবেলা থেকেই তিনি গান গাইতে ভীষণ পছন্দ করেন। ২০০৭ সালে তিনি তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ২০০৮ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হওয়ার সাথে সাথেই শ্রোতার মন জয় করেন তিনি। আচ্ছা, এখন আমরা গানের মাধ্যমে তার সুকণ্ঠ উপভোগ করবো।
শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'যে পথ আমি হেঁটেছি' নামে একটি গান। গানটি গেয়েছেন চীনের তাইওয়ানের বিখ্যাত কণ্ঠশিল্পী ছাই চিয়ান ইয়া।
১৯৭৫ সালে সিঙ্গাপুরে ছাই চিয়ান ইয়া'র জন্ম। ১৯৯৭ সালে 'bored' নামে অ্যালবাম দিয়ে তার সঙ্গীত জীবন শুরু হয়। তার কণ্ঠ একটু ভাঙ্গা হলেও বেশ আকর্ষণীয়। আচ্ছা, এখন আমরা তার গাওয়া গানটি শুনি।
সুপ্রিয় শ্রোতা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, তার নাম 'সাধারণ পথ'। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী ভু সু।
কণ্ঠশিল্পী ভু সু-র জন্ম ১৯৭৩ সালে। যদিও বয়সে তিনি ততটা তরুণ নন তবুও অনেক চীনাদের মনে ভু সু তাদের যৌবনের প্রতীক। ভু সু'র গান শুনলে অনেকের মনেই সরল যৌবনের সময়গুলো, ভালোবাসা-ভালোলাগা এমন শব্দগুলো ভেসে উঠে। চলুন, এখন আমরা 'সাধারণ পথ' গানটি শুনি।
প্রিয় শ্রোতা, এখন শুনুন খুব সরল একটি গান। এ গানের নামটি অনেক রোমান্টিক, 'নীল পদ্ম'। গেয়েছেন চীনের সঙ্গীত জগতের প্রতিনিধিত্বকারী কণ্ঠশিল্পী সুই উই। চীনের রক সঙ্গীতের জগতে তার অবস্থান অনেক উচুতে। অনেকের মনে করেন রক সব সময় রাগ ও তীব্র অনুভূতির সঙ্গে জড়িত। তবে সুই উই'এর গাওয়া রক গানগুলো শুনতে অনেক রোমান্টিক। ঠিক যেন একটি গল্প পড়ছেন তিনি। আচ্ছা বন্ধুরা, এখন আমরা শুনুবো 'নীল পদ্ম' গানটি।
শ্রোতা, এখন শুনুন 'উষ্ণতা' নামে একটি গান। গানটি গেয়েছেন চীনের রক সঙ্গীতের জগতের আরেকজন বিখ্যাত শিল্পী চেং জুন। তার মায়াবী কণ্ঠে গানটি নিশ্চয় আপনাদের পছন্দ হবে।
সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। একটি মিষ্টি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। তাহলে শুনুন খুব মধুর এই গানটি।
এ গানের নাম 'সময়ের উজ্জ্বলতা'। গেয়েছেন চীনের হংকংয়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেং সিউ উন।
চেং সিউ উনের জন্ম ১৯৭২ সালের ১৯ অগাস্ট। গান গাওয়া ছাড়াও চলচ্চিত্রে অভিনয় করে তিনি অনেক সাফল্য পেয়েছেন। আচ্ছা, এখন শুনুন তার গাওয়া সুন্দর গানটি। আশা করি তার সুললিত কণ্ঠ আপনাদের ভালো লাগবে। (ফেইফেই/মান্না)