Web bengali.cri.cn   
প্রেসিডেন্ট সি'র ব্রিটেন সফরে চীন-ব্রিটেন সহযোগিতার স্বর্ণযুগ তৈরি হবে: চীনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত
  2015-10-17 18:44:08  cri
অক্টোবর ১৭: ১৯ অক্টোবর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ব্রিটেন সফরে দু'দেশের সম্পর্কের স্বর্ণযুগ তৈরি হবে। এটি হবে উন্নয়নের একটি মাইলফলক। চীনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা জ্যানেট উডওয়ার্ড গতকাল (শুক্রবার) এ সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

প্রেসিডেন্ট সি'র এবারের সফরের তিনটি উল্লেখযোগ্য দিক তুলে ধরেন বারবারা। এ সফরের মাধ্যমে চীনের ওপর ব্রিটেনের উন্মুক্ত মনোভাব আরো বাড়বে। ইউরোপের মধ্যে চীনে সবচেয়ে বেশি পূঁজি বিনিয়োগ করেছে ইংল্যান্ড। পাশাপাশি ব্রিটেনে চীনা পর্যটক এবং শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। এসব থেকে দু'দেশের বিনিময়ে ব্রিটেনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।

এ সফর ভবিষ্যতে দু'দেশের আর্থিক সহযোগিতার দৃঢ় ভিত্তি স্থাপন করবে। চীনা মুদ্রা রেনমিনপির আন্তর্জাতিকীকরণেও তা ভূমিকা রাখবে বলে মনে করেন বারবারা।

এ সফরে দু'দেশের নেতারা বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করবেন। সাম্প্রতিক বছরগুলোতে চীন আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জলবায়ু, সংক্রামক রোগ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত।

(লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040