n151024.m4a
|
মান্না : প্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শিয়েনেন আকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।
আকাশ : বন্ধুরা, ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো।
বন্ধুরা, আজ আমরা অনুষ্ঠানের শুরুতেই কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিকের গান শুনবো। গানটির নাম 'আমার কিছু কথা' (০৩) ।
গান : আমার কিছু কথা.................
মান্না : বন্ধুরা, জীবন মানেই দু:খ, জীবন মানে সুখ, জীবন মানেই আনন্দ। সুখ, দু:খ, হাসি, আনন্দ, ব্যথা, বেদনা নিয়েই আমাদের জীবন। জীবনে যদি দু:খ, বেদনা না থাকে তাহলে জীবনকে সঠিকভাবে উপলব্ধি করা যায় না। আর এসব কিছু আছে বলেই আমরা জীবনকে উপভোগ করতে পারি, উপলব্ধি করতে পারি।
হ্যাঁ বন্ধুরা, এখন আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের এমনই একটি গান শুনবো। আর এ গানটির নাম 'খোলা আকাশ' (০৯)।
গান : খোলা আকাশ................
আকাশ : বন্ধুরা, এবার আমরা মৌসুমী ভৌমিকের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'যশোর রোড' (০৪)।
গান : যশোর রোড..............
মান্না : আচ্ছা বন্ধুরা, কেমন লাগছে আজকের সুরের ধারা অনুষ্ঠানের গানগুলো? আশা করি ভাল। আসলে আপনাদের ভাল লাগার জন্যই আমাদের এ আয়োজন। এবার আমরা কণ্ঠশিল্পী অনুরাধার গাওয়া গান শুনবো, কেমন? গানটির নাম 'ফাগুন এসেছে'।(১১)
গান : ফাগুন এসেছে.................
আকাশ : বন্ধুরা, এবারে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'আমি তার ছলনায়' (০১)।
গান : আমি তার ছলনায়.....................
মান্না : বন্ধুরা, এবার আমরা অনুরাধার আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'তোমারই বিরহে'। (১২)
গান: তোমারই বিরহে..............
আকাশা : বন্ধুরা, সাধনা সারগামের কথা মনে আছে আপনাদের? এখন আমরা সাধনা সারগামের গাওয়া দু'টি গান শুনবো, কেমন? প্রথমেই শুনবো 'নিঝুম সন্ধ্যায়' গানটি (০১)।
গান: নিঝুম সন্ধ্যায়...............
মান্না : বন্ধুরা, এবার তাহলে আমরা সাধনা সারগামের আরেকটি গান শুনবো। আর এ গানটি শোনার মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের 'সুরের ধারা' অনুষ্ঠানটি। তো বন্ধুরা, তাহলে চলুন শোনা যাক সাধনা সারগামের 'প্রেম একবার এসেছিল' গানটি (০২)।
গান : প্রেম একবার এসেছিল......................
আকাশ : সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চাইলে আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।
মান্না : প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে সেটাও আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা...............। আমাদের ফোন নম্বর হলো ০০৮৬১০৬৮৮৯২৪২০।
আকাশ : বন্ধুরা, এবার তাহলে বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/মান্না)