Web bengali.cri.cn   
'ফ্রিভোল্ট' আসছে!
  2015-10-15 15:59:02  cri

আমাদের চারপাশে রয়েছে নানা বেতার তরঙ্গ। এতে আমরা মোবাইল ফোনে ওয়াই-ফাই, থ্রিজি ও ফোরজিসহ নানা নেটওয়ার্ক পাই। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ড্রেসন টেকনোলজিস এই বেতার তরঙ্গ থেকে বিদ্যুৎ সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে। গবেষকদের উদ্ভাবিত বিদ্যুৎ সংগ্রহের পদ্ধতিকে 'ফ্রিভোল্ট' নাম দেওয়া হয়েছে।

ড্রেসন টেকনোলজির গবেষকেরা বলছেন, এ প্রযুক্তিতে বেতার তরঙ্গকে প্রয়োজনীয় বিদ্যুতে রূপান্তর করে তা দিয়ে কম শক্তিতে চলা ডিভাইস চালানো যাবে। গত ৩০ সেপ্টেম্বর লন্ডনে এ পদ্ধতি প্রদর্শন করেছেন গবেষকেরা। তারা বলছেন, ফ্রিভোল্ট হচ্ছে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি এ ধরনের প্রযুক্তি, যা বেতার তরঙ্গ থেকে শক্তি সংগ্রহ করতে পারে। এতে অন্য কোনো ট্রান্সমিটার দরকার থাকবে না।

ফ্রিভোল্ট প্রযুক্তিতে একটি মাল্টি-ব্যান্ড অ্যানটেনা ও রেকটিফায়ার রয়েছে। রেকটিফায়ার হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস, যা অলটারনেটিং বিদ্যুৎকে ডিরেক্ট বিদ্যুতে (ডিসি) পরিণত করে।

ড্রেসন টেকনোলজি লন্ডনের এক বিবৃতিতে বলা হয়েছে, মাল্টিপল রেডিও ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড থেকে এটি শক্তি শোষণ করতে পারে।

ড্রেসন বলেন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ওয়াই-ফাই, সেলুলার ও ব্রডকাস্ট নেটওয়ার্ক থেকে কিভাবে শক্তি আহরণ করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে। কিন্তু এ পদ্ধতিতে অল্প পরিমাণ শক্তি সংগ্রহ করা যায় বলে এটি সত্যি আনন্দের।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040