Web bengali.cri.cn   
বৈশ্বিক প্রশাসন-ব্যবস্থা সুসংহত করার ওপর গুরুত্বারোপ করলেন চীনের প্রেসিডেন্ট
  2015-10-13 19:36:45  cri
অক্টোবর ১৩: ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক প্রশাসন-ব্যবস্থা আরও সুসংহত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি গতকাল (সোমবার) বিকেলে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর ২৭তম অধিবেশনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজ এ ব্যাপারে একমত যে, বৈশ্বিক প্রশাসন-ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারসাধন এখন সময়ের দাবি। এ অবস্থায় পারস্পরিক সহযোগিতা জোরদার করে প্রয়োজনীয় সংস্কার এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব এবং সহযোগিতা ও কল্যাণের ভিত্তিতে নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ধারণাসহ বিভিন্ন ধারণা ও প্রস্তাব যুগের সাথে খাপ খায় এবং এগুলো বিভিন্ন দেশের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণও বটে। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040