লুও ইয়াং শহরের পৌর কমিটির স্থায়ী সদস্য, প্রচারমন্ত্রী ইয়াং পিং স্যু
শরত্কাল এসেছে। আর সঙ্গে এসেছে চীনের হে নান প্রদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিখ্যাত শহর লুও ইয়াং'র বার্ষিক লুও সংস্কৃতি ও পর্যটন দিবস। এবার এক মাসের সংস্কৃতি ও পর্যটন দিবস গত সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলেছে। উদ্যোক্তা ইউনিট 'Silk Road across the numerous hills and streams, Cultural exchange connecting the Eurasian Bridge' প্রতিপাদ্যকে সামনে রেখে ধারাবাহিক সাংস্কৃতিক তত্পরতা আয়োজন করেছে। সাত সমুদ্র তের নদীর ওপার থেকে আসা বন্ধুদের আকর্ষণ করাই তাদের লক্ষ্য।
২০১৫ লুও ইয়াং নদী—লুও সংস্কৃতি ও পর্যটন দিবস
১৯ অক্টোবর সকালে ২০১৫ লুও ইয়াং নদী—লুও সংস্কৃতি ও পর্যটন দিবস লুও ইয়াং শহরের ছুয়ান সুন মহাচত্বরে শুরু হয়। লুও ইয়াং শহরের পৌর কমিটির স্থায়ী সদস্য, প্রচারমন্ত্রী ইয়াং পিং স্যু উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে লুও ইয়াং শহর রেশম পথের অর্থনৈতিক জোন এ সুযোগ ধরে পর্যটন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। তিনি বলেন,
"আমরা আশা করি লুও ইয়াং শহরটি একটি নতুন ব্র্যান্ড তৈরি করতে পারবে। 'বিশ্বের মহা শহর, রেশম পথের প্রারম্ভ বিন্দু, হাজার বছরের রয়েল সিটি, পিয়নী ফুলের শহর'। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য লুও ইয়াং শহর বড় কোম্পানি ও পুঁজি আকর্ষণ করে সফল হয়েছে। বার্ষিক পর্যটন ও সংস্কৃতি দিবস, শহরটির একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়েছে।"
বিদেশি শিল্পী
এবার পর্যটন ও সংস্কৃতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়া, স্পেন, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি ও ভারতসহ ১২টি বিদেশি শিল্পী দলে চারশ'রও বেশি শিল্পী লুও ইয়াং শহরে বৈশিষ্ট্যময় পারফর্মেন্স করেছেন। আগের দিবসের চেয়ে ভিন্ন একটি বিষয় হলো, চলতি বছরে বিদেশি শিল্পী ছাড়া, স্থানীয় শিল্পীরাও এতে অংশ নিয়েছে। ১৪০জন লুও ইয়াং শহরের শিল্পীরা ইয়ু (Yu) ওপেরা ও কুংফুসহ পাঁচটি অনুষ্ঠান পরিবেশন করেছেন। ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক অনুষ্ঠান বিদেশি পর্যটকদের মনে গভীর ছাপ ফেলেছে। ভারতের বালারানান শক্থিভ বলেন,
"আমি লুও ইয়াং শহরটি খুবই পছন্দ করেছি। এখানকার আবহাওয়া অনেক সুন্দর, প্রাকৃতিক দৃশ্যও সুন্দর।"