1006minyue
|
(রি ১) বন্ধুরা, যে সুর মাত্র শুনলেন সেটা হল চীনের 'ছুয়ান ছি ইয়ুয়ে ফাং' বাজানো 'ইয়াং ছুন পাই শুয়ে' সুরটি। আপনারা কেউ শুনেছেন হাঁসরা কিভাবে ঝগড়া করে? চীনা মানুষরা বাদ্যযন্ত্র দিয়ে হাঁস ঝগড়ার সুর বানিয়েছে। শুনুন, এ ব্যান্ডের বাজানো চীনের ছাং আন অঞ্চলের ঐতিহ্যবাহী সুর 'ইয়া জি পান জুই'। (রি ২)
শুনুন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বাজানো সুর 'শিউন ফেং ছুই'। (রি ৩)
চীনের অনেক লোকসঙ্গীত তৈরী করা হয়েছে সাধারণ মানুষের তৈনন্দিন জীবন ভিত্তি করে। শুনুন সুর 'ইয়াং পিয়ান ছ্য মা ইয়ুন লিয়াং মাং'। (রি ৪)
চলচ্চিত্র 'সাংড অব মিউজিক' চীনেও খুব জনপ্রিয়। সেখানের একটি সুর 'এডোলওয়াজ' ভিত্তি করে চীনের শিল্পীরা রচনা করেছেন ঐতিয্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সুরটি। শুনুন 'শিয়ুয়ে রোং হুয়া' সুরটি। (রি ৫)
চীনের বসন্ত উত্সব হলো চীনা মানুষের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। তাই বসন্ত উত্সব উপলক্ষ্যে বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত আছে। শুনুন 'শিং ফু নিয়ান' সুরটি। ( রি ৬)
চীনের ইয়াও জাতি গান ও নাচ খুব পছন্দ করে। শুনুন তাদের একটি লোকসঙ্গীত 'ইয়াও জু উ ছুই'। (রি ৭)
অবশেষে শুনুন পান হু দিয়ে বাজানো আরেকটি সুর 'ইয়ুন ছুয়ে' । (রি ৮)
সুপ্রিয় শ্রোতা, আজ বিদায় নিতে হচ্ছে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্তই। আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। চাই চিয়ে। (স্বর্ণা/মান্না)