Web bengali.cri.cn   
দক্ষিণ-পূর্ণ এশিয়ার সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টিং কারখানা স্থাপিত হবে!
  2015-10-08 19:36:35  cri


আলট্রা স্ক্রিন টেকনোলজি বা ইউসিটি গত সপ্তাহে সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ণ এশিয়ার সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টিং কারখানা স্থাপন করেছেন। সিঙ্গাপুরের চাই পাও পত্রিকা এ তথ্য জানিয়েছে।

ইউসিটি'র এশিয়া বিষয়ক ভাইস চেয়ারম্যান লাভি লেভ বলেন, ইউসিটি অব্যাহতভাবে থ্রিডি প্রিন্টিং কার্যক্রম সম্প্রসারণ করবে, যাতে বিভিন্ন ধরণের মেধাস্বত্ব তৈরি এবং সবচেয়ে খ্যাতিমান উদ্যোক্তা পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, থ্রিডি প্রিন্টিং ব্যক্তিত্ব ও ছোট আকারের প্রতিষ্ঠানের জন্য দরজা খুলি দিয়েছে। সে প্রতিষ্ঠাগুলো সরঞ্জাম না কিনলেও যন্ত্র উত্পাদন করতে পারে। পাশাপাশি বড় আকারের প্রতিষ্ঠানগুলোও থ্রিডি প্রিন্টেড নমুনার মাধ্যমে গবেষণা ও উত্পাদনের গতি দ্রততর করতে পারে এবং নকল মজুদের মাধ্যমে চলাচলের ব্যয় কমিয়ে আনা হবে।

এদিকে সিঙ্গাপুরের একজন কর্মকর্তা জানান, ইউসিটি সিঙ্গাপুরে থ্রিডি প্রিন্টিং কারখানা থেকে দেশটি অগ্রসর প্রস্তুতকরণ শিল্পের দিকে এগুচ্ছে বলে বোঝা যায়।

জানা গেছে, আলট্রা স্ক্রিন টেকনলোজি থ্রিডি প্রিন্টিংয়ে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান প্রতিষ্ঠানের অন্যতম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040