Web bengali.cri.cn   
অবাধ বাণিজ্য অঞ্চলগুলোর উচিত পারস্পরিক উন্নয়নে সহযোগিতা করা: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2015-10-08 19:22:49  cri
অক্টোবর ৮: বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন অবাধ বাণিজ্য অঞ্চলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো উচিত। সেই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একীকরণ ও সহযোগিতামূলক যে কোনো বাণিজ্যিক চুক্তিকে স্বাগত জানায় চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বৃহস্পতিবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সত্ত্বাগুলোর উন্নয়ন চলছে। এ বিবেচনায় এবং উন্নয়নশীল অর্থনৈতিক সত্ত্বার বিশেষ চাহিদা অনুযায়ী সমতা ও সমন্বয়ের ভিত্তিতে এ অঞ্চলে অবাধ বাণিজ্য অঞ্চল গঠন করা উচিত।

হুয়া ছুন ইং আরও বলেন, চীন এ অঞ্চলের বিভিন্ন পক্ষের সঙ্গে পারস্পরিক আস্থা, সহনশীলতা, সহযোগিতা ও কল্যাণের ভিত্তিতে উন্মুক্তকরণ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক অবকাঠামো গঠনে ইচ্ছুক।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040