Web bengali.cri.cn   
টাইফুন-ছাই হোংয়ের আঘাতে চীনে ৪৯ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
  2015-10-08 18:57:18  cri
অক্টোবর ৮: শক্তিশালী টাইফুন 'ছাই হোং' বা 'মুজিগ্যা'র আঘাতে চীনে ৪৯ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল (বুধবার) চীনের কুয়াং তোং প্রদেশের দুর্যোগ প্রতিরোধ পরিচালনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রটি জানায়, টাইফুন আঘাত হানার পর কুয়াং তোং প্রদেশের বিভিন্ন স্থানে দুর্যোগ পরবর্তী সেবা শুরু হয়েছে এবং বিদ্যুত্ ও পানি সরবরাহসহ বিভিন্ন ব্যবস্থা পুনরায় চালু হয়েছে। পাশাপাশি গুরুতর ক্ষতিগ্রস্ত জান চিয়াং শহরে বিশুদ্ধ পানি সরবরাহের পরিমাণ বাড়ানো হয়েছে।

অন্যদিকে কুয়াং তোং প্রদেশের বেসামরিক প্রশাসন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী শক্তিশালী টাইফুনের সময় কুয়াং তো প্রদেশে ১ লাখ ৭০ হাজার ৪শ মানুষকে স্থানান্তর করা হয়েছে। ২ লাখ ৮০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৩৭৪টি বাসভবন ধসে পড়েছে।

আর্থিক ক্ষয়ক্ষতি প্রায় ২৫০০ কোটি ৪০ লাখ ইউয়ান হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040