Web bengali.cri.cn   
চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগ চুক্তি কার্যকর করতে চায় চীন ও ইউরোপ: চীনের বাণিজ্যমন্ত্রী
  2015-10-08 18:56:39  cri
অক্টোবর ৮: চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন করতে চায় চীন ও ইউরোপ। এজন্য দু'পক্ষের উচিত কৌশলগত পর্যায়ে দু'পক্ষের বাণিজ্যিক চুক্তি কার্যকর করা ও গত জুন মাসে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা। গতকাল (বুধবার) ২৯তম চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্যিক কমিটির বৈঠকে এসব কথা বলেছেন চীনের বাণিজ্যমন্ত্রী কাও হু ছেং।

এ বৈঠকে সভাপতিত্ব করেছেন কাও হু ছেং ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক কমিশনার সেসিইয়া মালমস্ট্রম। গত জুনে চীন ও ইউরোপীয় নেতাদের মধ্যে অর্জিত মতৈক্যগুলো বাস্তবায়ন করা এবং দু'পক্ষের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বহুপক্ষীয় আর্থ-বাণিজ্যিক বিষয়ে গভীর পর্যালোচনা হয়েছে বৈঠকে।

অধিবেশনে কাও হু ছেং বলেন, চীন ও ইউরোপের বিনিয়োগ চুক্তিটি ছিল বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়। শিগগিরি এ বিষয়ে বাণিজ্যিক চুক্তিতে পৌঁছানো দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নীত করার পাশাপাশি দু'অঞ্চলের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীর করায় সহায়ক হবে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040