Web bengali.cri.cn   
কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে উ.কোরিয়ার আহ্বান
  2015-10-08 18:33:08  cri
অক্টোবর ৮: কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। শান্তি বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসনকে চুক্তি স্বাক্ষরের অনুরোধও জানিয়েছে দেশটি। উত্তর কোরিয়া আশা করে, যুক্তরাষ্ট্র এতে ইতিবাচকভাবে সাড়া দেবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (বুধবার) এসব কথা বলেছেন।

মুখপাত্র বলেন, কোরিয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার পর ছয় দশক পার হয়েছে। কিন্তু কোরীয় উপদ্বীপে এখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। বরং পরিস্থিতিকে উস্কে দিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উপদ্বীপ ও তার কাছাকাছি অঞ্চলে সামরিক মহড়ার আয়োজন করে।

তিনি আরো বলেন, উত্তেজনাময় পরিস্থিতি এড়াতে যুদ্ধবিরতি চুক্তির পাশাপাশি শান্তিচুক্তি স্বাক্ষর করা উচিত। কোরীয় উপদ্বীপে দৃঢ়, শান্তিপূর্ণ, নিশ্চিত ব্যবস্থা স্থাপন করা উচিত। এ অঞ্চলে যুক্তরাষ্ট্র তার বর্তমান নীতি পরিবর্তন করলে উত্তর কোরিয়া ওয়াশিংটনের সঙ্গে গঠনমূলক সংলাপের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

(ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040