Web bengali.cri.cn   
পার্লামেন্টের আস্থা ভোটে গ্রিসের নতুন জোট সরকারের জয়
  2015-10-08 16:42:18  cri
অক্টোবর ৮: আস্থা ভোটে জয়ী হয়েছে গ্রিসের নতুন সরকার। গত ২০ সেপ্টেম্বরের নির্বাচনে জয় লাভের পর কোয়ালিশন সরকার গঠন করে অ্যালেক্সি সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থি সিরিজা পার্টি। আজ (বৃহস্পতিবার) পার্লামেন্টে আস্থা ভোটের আয়োজন করা হয়। পার্লামেন্টের ৩শ' সদস্যের মধ্যে ২৯৯ জন সদস্য ভোট দিয়েছেন। এর মধ্যে পক্ষে ১৫৫টি ও বিপক্ষে ১৪৪টি ভোট পড়ে।

সিরিজা ও ইনডিপেন্ডেন্ট গ্রিক পার্টির এ জোট সরকারের পার্লামেন্টে ১৫৫টি আসন রয়েছে। নতুন সরকার পার্লামেন্টের আস্থা ভোটে জয়ের পর আগামী সপ্তাহে ঋণদাতাদের সঙ্গে গ্রিসকে দেওয়া ত্রাণ চুক্তির ওয়াদা বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবে। পাশাপাশি এ বছরের শেষ নাগাদ দেশটির ব্যাংকিং খাতে অর্থ বরাদ্দ ও জনগণের ব্যাপক ঋণ মওকুফের জন্য চেষ্টা করবে।

(প্রেমা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040