Web bengali.cri.cn   
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের কথা বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
  2015-10-08 14:50:54  cri

অক্টোবর ৮: সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

গতকাল (বুধবার) নয়াদিল্লীতে এক অনুষ্ঠানের ফাঁকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের দাদরি এলাকায় গরুর গোশত খাওয়া এবং তা বাসায় রাখার মিথ্যা অপবাদ রটিয়ে মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে উচ্ছৃঙ্খল জনতা।

রাজনাথ সিং ঐ ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনাকে অনাকাক্ষিত বলে উল্লেখ করেন।

তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউপি সরকারের কাছে ঘটনার প্রতিবেদন চায় এবং এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দেয়।

সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আহ্বান জানিয়েছেন তিনি। (টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040