Web bengali.cri.cn   
২০১৫ এক অঞ্চল এক পথ তথ্য মাধ্যম সহযোগিতামূলক ফোরাম অনুষ্ঠিত
  2015-10-08 20:01:40  cri

গত ২১ সেপ্টেম্বর '২০১৫ এক অঞ্চল এক পথ তথ্য মাধ্যম সহযোগিতামূলক ফোরাম' পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ৬০টি দেশ ও অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার শতাধিক তথ্য মাধ্যম, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিল্পপ্রতিষ্ঠানের অতিথি 'অভিন্ন লক্ষ্যের কমিউনিটি, সহযোগিতার নতুন কাঠামো' প্রতিপাদ্যকে কেন্দ্র করে, তথ্য মাধ্যমের সৃজনশীল ও মেশানো উন্নয়ন, দেশি-বিদেশি তথ্য মাধ্যমের আদান-প্রদান ও সহযোগিতা 'এক অঞ্চল এক পথ' ত্বরান্বিতকরণে ডেকে আনা নতুন সুযোগ নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। অংশগ্রহণকারীরা মনে করেন, যৌথ পরামর্শ, যৌথ নির্মাণ ও যৌথ ভাগাভাগি হচ্ছে 'এক অঞ্চল এক পথ' নির্মাণের কেন্দ্রীয় তাত্পর্য। বরাবর দেশগুলোসহ বিশ্বের তথ্য মাধ্যমের উচিত সহযোগিতা জোরদার, আস্থা বাড়ানো ও সন্দেহ নির্মূল, পরিচয় মিলিত হয়ে 'এক অঞ্চল এক পথ' উদ্যোগের আগাম এবং বিভিন্ন দেশের জনগণের কল্যাণের জন্য আরো বেশি ইতিবাচক শক্তি যোগানো।

সিল্ক রোডের সুযোগ নিয়ে সম্মিলিত আলোচনা এবং যৌথভাবে সিল্ক রোডের স্বপ্ন প্রতিষ্ঠা করে। ২১ সেপ্টেম্বর বিশ্বের ১৪০টি প্রধান তথ্য মাধ্যমের দায়িত্বশীল ব্যক্তি এবং দেশি-বিদেশি ২ শতাধিক বিশেষজ্ঞ ও পন্ডিত, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি মিলিত হয়ে 'এক অঞ্চল এক পথ' পরিপ্রেক্ষিতে তথ্য মাধ্যমের আদান-প্রদান, integrated innovation সংহত সৃজনশীলতার জন্য প্রস্তাব দিয়েছেন। চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-প্রেসিডেন্ট, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহা পরিচালক ওয়াং চিয়া রুই উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন, 'এক অঞ্চল এক পথ' আঞ্চলিক সহযোগিতার নতুন তরঙ্গ উত্তেজনা করেছে। বিভিন্ন দেশের সাংস্কৃতিক আদান-প্রদান দিন দিন জোরদার করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার ব্যাপকতা ও গভীরতা অব্যাহতভাবে সম্প্রসারিত হচ্ছে। ধারণা প্রচার, সমঝোতা বাড়ানো এবং মতৈক্য মিলিত হওয়া ক্ষেত্রে তথ্য মাধ্যমের একটি উজ্জ্বল ভবিষ্যত হবে এবং অপরিহার্য ভূমিকা পালন করছে। তিনি বলেন,

আজ পিপলস ডেইলির উদ্যোগ 'এক অঞ্চল এক পথ' তথ্য মাধ্যম সহযোগিতামূলক ফোরামে 'এক অঞ্চল এক পথ' পারস্পরিক সহযোগিতায় তথ্য মাধ্যমের ভূমিকা নিয়ে উন্মুক্ত ও গভীর আলোচনা করা হয়েছে। আমি বিশ্বাস করি, এ ধরনের আলোচনা বরাবর বিভিন্ন দেশ ও বিভিন্ন দেশের জনগণের মধ্যে সমঝোতা বাড়ানো, তথ্য মাধ্যমের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করা, 'এক অঞ্চল এক পথ' নির্মাণে তথ্য মাধ্যম আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় ত্বরান্বিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। আজকে আমরা 'এক অঞ্চল এক পথ'-এর সাক্ষী, পাশাপাশি 'এক অঞ্চল এক পথ'-এর সুবিদিত ব্যাখ্যাকার এমনকি 'এক অঞ্চল এক পথ'-এর অংশগ্রহণকারী।

দু'বছর আগে প্রেসিডেন্ট সি চিন পিং 'সিল্ক রোড অর্থনৈতিক বেল্ট' এবং '২১ শতাব্দী সামুদ্রিক সিল্ক রোড' গুরুত্বপূর্ণ উদ্যোগ উত্থাপন করার পর বিভিন্ন দেশের তথ্য মাধ্যম যৌথভাবে 'এক অঞ্চল এক পথ' নির্মাণ এবং বরাবর দেশগুলো জনগণের ভাবানুভূতি বাড়ানোর জন্য ইতাবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পিপলস ডেইলি পত্রিকার প্রধান ইয়াং জেন উ বলেছেন, ভবিষ্যত বিশ্লেষণ করলে সহযোগিতা জোরদার, আস্থা বাড়ানো ও সন্দেহ নির্মূল, পরিচয় মিলিত হওয়ার মাধ্যমে 'এক অঞ্চল এক পথ'-এর জন্য আরো বেশি ইতিবাচক শক্তি যোগানো উচিত। তথ্য মাধ্যমের তিন ক্ষেত্রের কাজ করা উচিত। তিনি বলেন,

এক, চিন্তা, ধারনা ও শক্তি মিলিয়ে ভালোভাবে সিল্ক রোড গল্প বলা। তথ্য মাধ্যমের উচিত বাস্তব যৌক্তিকতা মেনে চলে বাস্তব-সম্মত, সময়োচিত ও জীবন্তভাবে 'এক অঞ্চল এক পথ' বরাবর দেশগুলো এবং প্রধান অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতি রিপোর্ট করা, বরাবর দেশগুলোর সমঝোতা ও পারস্পরিক আস্থা বাড়ানো। দ্বিতীয়ত, উন্মুক্ত ও ক্ষমা, সিল্ক রোড মনোভাব বিস্তার করা। মানুষেরা তথ্য মাধ্যম-এ জানালার মাধ্যমে গভীরভাবে সিল্ক রোড মনোভাবের সমৃদ্ধ অন্তঃসার ও দীর্ঘস্থায়ী আকর্ষণীয়শক্তি অনুভব করা, ভুল বোঝাবুঝি নির্মূল করা এবং সন্দেহ ও ব্যহত বাতিল করা, যাতে একে অপরের মূল্য স্বীকৃতি ও সাংস্কৃতিক পরিচয় গভীরতর করে, যৌথভাবে 'এক অঞ্চল এক পথ' নির্মাণের জন্য দৃঢ় সামাজিক ভিত্তি স্থাপন করা। তৃতীয়ত, আদান-প্রদান গভীরতর করে সিল্ক রোড সহযোগিতা ত্বরান্বিত করা। 'এক অঞ্চল এক পথ' নির্মাণে দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা প্রয়োজন, বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের মধ্যে সহযোগিতা জোরদারও দরকার। অব্যাহতভাবে বরাবর দেশগুলোর সংবাদ ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতার পর্যায় ও মান উন্নত করার মধ্য দিয়ে সিল্ক রোড সংক্রান্ত রিপোর্ট আরো কার্যকর ও শক্তিশালী করিয়ে দেয়া।

'এক অঞ্চল এক পথ' উদ্যোগের ত্বরান্বিত ও বাস্তবায়ন বরাবর বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের জন্য নতুন অনুরোধ জানানোর পাশাপাশি বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের আদান-প্রদান ও সহযোগিতা এবং সৃজনশীলতা ও মেশানোর জন্য আরো বেশি সুযোগ সরবরাহ করেছে। Associated Press of Pakistan APP পাকিস্তানের অ্যাসোসিয়েটেড প্রেস এপিপি'র প্রধান লতিফ পাকিস্তানের জন্য 'এক অঞ্চল এক পথ'-এর গুরুত্বপূর্ণ তাত্পর্য স্বীকার করার পাশাপাশি তথ্য মাধ্যম 'এক অঞ্চল এক পথ' কাজে লাগিয়ে সৃজনশীল সহযোগিতা চালানোয় নিজের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন,

প্রযুক্তিগত ও পেশাদার তথ্য মাধ্যম শীল্পের আদান-প্রদান ছাড়া আমাদের তথ্য মাধ্যমের মধ্যে আদান-প্রদান দু'টো বিরাট সুপ্তশক্তি গড়ে তুলতে পারবে। প্রথমত, তথ্য মাধ্যমের সুদীর্ঘ্য উন্নয়নের পাশাপাশি দেশের জনগণ এবং বিভিন্ন দেশের নীতি নির্ধারকের উপর প্রভাব ফেলবে। আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা করতে পারি। যেমন পারস্পরিক সাক্ষাত্কার, কোন কোন তথ্যচিত্র ও চলচ্চিত্রের তৈরী এবং মানুষে মানুষে আদান-প্রদান ইত্যাদি।

শুধু 'এক অঞ্চল এক পথ' বরাবর দেশ নয়, দক্ষিণ আমেরিকান দেশ আর্জেনটিনার তথ্য মাধ্যম 'এক অঞ্চল এক পথ'-এর সৃজনশীল সহযোগিতা ও সুযোগও বিরাট উদ্বেগ প্রকাশ করেছে। আর্জেনটিনার জাতীয় সংবাদপত্রের মহা পরিচালক মনে করেন, ঐতিহ্যবাহী বিশ্বায়ন যুগে তথ্য মাধ্যমের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ভবিষ্যতে আরো রূপান্তর উন্নয়নের চাহিদা উপযোগী করা দরকার। এক দিকে নিজেকে পরিবর্তন করা। অন্য দিকে আরো বেশি সহযোগী ও সমন্বয়ক দরকার। এই ক্ষেত্রে 'এক অঞ্চল এক পথ' উদ্যোগটি ইতিবাচক সংকেত হস্তান্তর করেছে। তিনি বলেন,

আমরা আশা করি, ভবিষ্যতে অব্যাহতভাবে Internet of Things IoT ইন্টারনেট অব থিংস আইওটি উন্নয়নের সচেতনতা এবং বৃদ্ধিবৃত্তিক নির্দেশ ও ব্র্যান্ড অব্যাহতভাবে নবায়ন হবে। এই ধরনের একটি অব্যাহতভাবে সময়ের অগ্রযাত্রার সঙ্গে এগিয়ে চলার প্রক্রিয়ায় আমাদের একসাথে কাজ করতে হবে। আমাদের অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে একক প্ল্যাটফর্মের রিপোর্ট থেকে তথ্য মাধ্যমের মধ্যে রিসোর্স ইন্টিগ্রেশনে পরিণত হয়। সুতরাং এই বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুদ্ধি ও পারস্পরিকযোগাযোগ। ঠিক এমন কারণে আমরা এই উদ্যোগে অংশ নেই এবং এ ধরনের একটি উদ্যোগকে সমর্থন করি।

প্রেমা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040