Web bengali.cri.cn   
টাইফুনের প্রভাবে কুয়াংসি'র ১৪ লাখেরও বেশি মানুষ দুর্গত, নিহত এক
  2015-10-05 19:00:43  cri

অক্টোবর ৫: সোমবার দুপুর ১টা পর্যন্ত চীনের কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের বেসামরিক প্রশাসন বিভাগের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, টাইফুন 'ছাই হোং' বা 'মুজিগ্যা'র আঘাতে ইয়ু লিন, পেইহাই, ফাংছেং কাং ও নাননিংসহ ৭টি শহরের ২২টি জেলার ১৪ লাখ ৪২ হাজার ২শ' মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া, বিনইয়াং জেলায় এক জন গাছচাপায় নিহত হয়েছে এবং ৬৬ লাখ ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ৪৭,৩৯০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ১২৩টি পরিবারের ২৯৭টি বাড়ি ধসে পড়েছে। টাইফুনে বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সোমবার সকাল ১১টা পর্যন্ত টাইফুনের আঘাতে চীনে সর্বমোট ছয় জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছে।

(প্রেমা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040