Web bengali.cri.cn   
টাইফুন 'ছাই হোং' মোকাবিলায় তৃতীয় পর্যায়ের জরুরি সতর্কতা জারি করেছে চীন
  2015-10-04 18:25:29  cri
অক্টোবর ৪: টাইফুন 'ছাই হোং' মোকাবিলায় গতকাল (শনিবার) তৃতীয় পর্যায়ের জরুরি সতর্কতা জারি করেছে চীনের জাতীয় দুর্যোগ কমিশন। এ দিন কমিশনটির উপ-মহাপরিচালক ও জলসেচমন্ত্রী ছেন লেই এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

চীনের জাতীয় দুর্যোগ কমিশন জানায়, 'ছাই হোং' নামক টাইফুন আজ (রোববার) দিনের বেলায় হাইনান প্রদেশের ছিং হাই ও কুয়াং তোং প্রদেশের জান চিয়াং উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এরপর টাইফুনটি অব্যাহতভাবে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং হাইনান, কুয়াং তোং ও কুয়াংসি প্রদেশে আঘাত হানবে। ছাই হোংয়ের প্রভাবে সে প্রদেশগুলোকে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে।

(ওয়াং তান হোং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040