Web bengali.cri.cn   
সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপকে সম্মান করে যুক্তরাষ্ট্র : বার্নিকাট
  2015-10-04 18:15:59  cri
অক্টোবর ০৪ : অবৈধ মানবপাচার ও মাদকপাচার রোধ এবং জলদস্যুবিরোধীসহ সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সম্মান করে বলে জানিয়েছেন এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন বার্নিকাট।

রোববার কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস এন্ড ট্রেইনিং (কারাত)'২০১৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বার্নিকাট এ কথা জানান।

মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের এই পদক্ষেপ সন্ত্রাসবাদসহ বহুজাতিক অপরাধ মোকাবেলায় সাহায্য করবে বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপকে স্বাগত জানায়।

সমাপনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে আমাদের যে প্রতিশ্রুতি তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কারাত। আমাদের দুই দেশের পারস্পরিক আগ্রহের ভিত্তিতে এটা অনুষ্ঠিত হচ্ছে।

নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব এবং কমডোর কমান্ডিং এম খালেদ ইকবাল বক্তব্য রাখেন।

বঙ্গোপসাগরে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ সমুদ্র মহড়া। পাঁচদিনব্যাপী কারাত নামে এই মহড়া শেষ হয়েছে রোববার। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040