0926muktarkotha
|
কোরবানি উত্সব ইসলাম ধর্মের ঐতিহ্যকহী বার্ষিক উত্সব। আরবী ভাষায় তাকে ঈদ-উল-আজহা বলে। কোরবানির অর্থ পশু জবাই। চীনে হুই জাতি, উইগুর জাতি, কাজাখ জাতি, উজবেক জাতি তাজিখ জাতি, তাতার জাতি, কিরগিজ জাতি, সালা জাতি, তুংসিয়াং জাতি, পাওআন জাতি প্রভৃতি ইসলাম ধর্মাবলম্বী জাতি এই উত্সব পালন করে। কোরবানি উত্সবের সময়, ইসলাম ধর্মীয় ক্যালেন্ডারের দ্বাদশ মাসের ১০ তারিখ। এই উত্সবের আগে বাসায় বাসায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আর উত্সবে ব্যবহার্য নানা রকম জল খাবার তৈরি করা হয়। উত্সবের দিন ভোরে মুসলমানরা গোসল করে পরিস্কার পোষাক পরে মসজিদে গিয়ে ইমামের পাঠ করা কোরান শুনেন এবং ঈদের নামাজ পড়েন। বাড়িতে বাড়িতে ভেড়া, উট বা গরু জবাই করে আত্মীয় স্বজনের মধ্যে বিলি করা হয় এবং অতিথিদের স্বাগত জানানো হয়। সবাই এক সাথে খাসি, তেলে ভাজা জল খাবার আর তরমুজ ও ফল খেতে খেতে আন্তরিকভাবে কথাবার্তা বলেন। সিংচিয়াং উইগুর জাতির লোকেরা কোরবানি উত্সবের সময় বিরাটাকারের নৃত্য সংগীতানুষ্ঠানেরও আয়োজন করেন। কাজাখ, কিরগিজ, তাজিক, উজবেক প্রভৃতি জাতি উত্সবকালে ধাবমান অশ্বে আরোহন করে মেষ ধরার প্রতিযোগিতা, ঘোড় দৌড় প্রতিযোগিতা, কুস্তি প্রতিযোগিতা প্রভৃতি ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করে।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে।
আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)