Web bengali.cri.cn   
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ইয়েমেন সরকারের
  2015-10-03 19:49:59  cri
অক্টোবর ৩: ইয়েমেন সরকার গতকাল (শুক্রবার) ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

ইয়েমেন সরকারের মুখপাত্র রাজেহ বাদি এদিন এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়েমেন তেহরানে দূতাবাস বন্ধ করবে এবং সকল কূটনীতিককে ইরান থেকে সরিয়ে নেবে।

জানা গেছে, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সামরিক সহায়তায় ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বো মানছুর হাদির সমর্থকরা দক্ষিণাঞ্চলের অধিকাংশ প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু রাজধানী সানাসহ উত্তরাঞ্চল হুথি সশস্ত্র শক্তি নিয়ন্ত্রণ করছে।

এদিকে ইয়েমেন ও সৌদি সরকার হুথি সশস্ত্র শক্তিকে সমর্থন করায় ইরানকে নিন্দা জানিয়ে আসছে। কিন্তু ইরান সরকার তা অস্বীকার করে। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040