1007edu
|
সুপ্রিয় শ্রোতা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন চীনের কুয়াংতুং প্রদেশের রাজাধানী কুয়াংচৌতে অবস্থিত সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী খালেদ হোসেনের সাক্ষাতকার।
খালেদ হোসেন বর্তমানে সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন। তিনি লেখাপড়ার পাশাপাশি সে অঞ্চলে ব্যবসা এবং শিক্ষকতা করছেন।
তিনি তার জীবনের নানান অভিজ্ঞতা বর্ণনা করেছেন সিআরআই বাংলার 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে ।
প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।
রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn।
'বিদ্যাবার্তা' অনুষ্ঠান পরিবেশনায় ছাওইয়ানহুয়া সুবর্ণা ও এনামুল হক টুটুল।