Web bengali.cri.cn   
সুরের ধারায়-'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান
  2015-10-08 20:03:19  cri


বন্ধুরা, ১০০টি প্রিয় ইংরেজি গানের যে লিস্ট তৈরি করছি আমি সেখান থেকে কিছু গান শোনাবো আজ আপনাদের। আশা করি আপনারা গানগুলো পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, Wilco যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন Rock & Roll গানের ব্যান্ড। তাদের সবচেয়ে সফল album হলো Yankee Hotel Forxtrot। ২০০১ সালে এই album-এর গানগুলো রেকর্ড করা শেষ হয়। কিন্তু তখন এ ব্যান্ডের সদস্যরা তাদের কোম্পানির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পরে। সে কারণে কোম্পানিটি album-এর সব গান ওয়েবসাইটে প্রকাশ করে ফ্রী ডাউনলোডের ব্যবস্থা করে। কিন্তু এর ফলে album-টির বিপুল সাফল্য অর্জিত হয়। তাদের গান আরো বেশি ভক্তকে আকর্ষণ করে। আজ তাদের Heavy Metal Drummer গানটি শুনবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

প্রিয় বন্ধুরা, Bruno Mars আমার মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গীত জগতের একজন খুবই বুদ্ধিমান ও গুরুত্বপূর্ণ গায়ক। তার এত বেশি গান জনপ্রিয় হয়েছে যে তার হিসেব নেই। আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো তার Moonshine গানটির সাথে। Moonshine গানটি খুবই রহস্যময়। তা চাঁদের আলোর মত। একটি মজার বিষয় আমি শেয়ার করতে চাই, Moonshine গানটি লেখার সময় সেই সন্ধ্যায় Bruno Mars তার বন্ধুদের সঙ্গে Moonshineর নামক যুক্তরাষ্ট্রের এক ধরনের ওয়াইন খেয়েছিলেন। তার পর Moonshine গানটি লিখিত বসেন তিনি। তাহলে শুনুন এ গানটি।

বন্ধুরা, এখন আমরা Bruno Mars-এর আরেকটি গান শুনবো। গানের নাম Count on me। গানের নাম শুনে মনে হয়, Count on me একটি রোমান্টিক গান। কিন্তু আসলে না। এটি আসলে বন্ধুত্ব নিয়ে একটি নির্মল সুন্দর গান। গানের কথা খুবই মুগ্ধ করে, 'যদি তুমি সমুদ্রের মাঝখানে থাকো, আমিও তোমাকে খুঁজবো। তারপর তোমার সঙ্গে বাড়িতে ফিরবো।' তাহলে শুনুন এ গানটি।

প্রিয় শ্রোতা, যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক ব্যান্ড Owl City এবং কানাডার গায়িকা Carly Rae Jepsen পরস্পর সহযোগিতা করে Good time নামে গানটি লিখেছেন। এ গানটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত জনপ্রিয় হয়েছে। তাহলে শুনুন এ আনন্দময় গানটি।

Devils & Angels হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যান্ড দল Melee-এর একটি album। ২০০৭ সালে এই album প্রকাশি হয়। এ album-এ যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী তরুণ-তরুণীদের গল্প, প্রেম-ভালবাসা, বন্ধু-বান্ধবসহ তাদের জীবনের নানা কাহিনী তুলে ধরা হয়েছে। সেজন্য তাদের গান শুনে ফ্রিটেন অনুভব করতে পারি। তারা বিখ্যাত হওয়ার পর দাতব্য কাজে অবদান রাখতে শুরু করেন। বিশেষ করে শিশুর জন্য তাদের অনেক দাতব্য কাজ রয়েছে। তাহলে শুনুন তাদের Built to Last নামের গানটি।

বন্ধুরা, যুক্তরাষ্ট্রের Rock & Roll সঙ্গীত ব্যান্ড Sleeping at last আমার মনে হয় সঙ্গীত জগতের শ্রেষ্ঠ কয়েকজন শিল্পীকে নিয়ে একটি দল। আমি মনে করি তাদের গান এখনো বেশ জনপ্রিয় না হলেও তাদের গান স্বীকৃতি অর্জন করবে। তাদের গান Turning Page খুবই সুন্দর একটি রোমান্টিক গান। এ গানটি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র The Twilight Saga : Breaking Dawn-এ ব্যবহা করা হয়েছে। এ গানের কথায় আমি মুগ্ধ হয়েছি। গানে বলা হয়েছে, 'তোমার জন্য আমি যেন এক'শ বছর অপেক্ষা করেছি।' তাহলে বন্ধুরা শুনুন এ গানটি।

শ্রোতাবন্ধুরা, যুক্তরাষ্ট্রের সঙ্গীত ব্যান্ড Paramore-র The Only Exception গানটি এখন শুনবো আমরা। Paramore ব্যান্ডের নামের ফ্রান্সের একটি শব্দ Paramour থেকে নেয়া হয়েছে। ফ্রান্সে এ শব্দের অর্থ হচ্ছে গোপন প্রেমিকা। তাহলে শুনুন এ গানটি।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠানের সর্বশেষ গানটি আমার প্রিয় গায়িকা Adele-এর Rumor has it। আশা করি বন্ধুরা পছন্দ করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040