Web bengali.cri.cn   
বিংশতিতম পেইতৌ উপগ্রহ মহাশূন্যে পাঠালো চীন
  2015-09-30 18:49:33  cri

সেপ্টেম্বর ৩০: চীন তার পেইতৌ নেভিগেশান স্যাটেলাইট সিস্টেম (বিডিএস)-এর বিংশতিতম কৃত্রিম উপগ্রহটি আজ (বুধবার) সফলভাবে মহাশূন্যে পাঠিয়েছে।

স্থানীয় সকাল ৭টা ১৩ মিনিটে চীনের ছিচুয়াং প্রদেশের সিছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে 'লং মার্চ-থ্রি বি' রকেটের মাধ্যমে উপগ্রহটি মহাশূন্যে পাঠানো হয়। এই প্রথম উপগ্রহটিতে একটি হাইড্রোজেন পরমাণু ঘড়ি সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে চীন বিডিএস-এর প্রথম উপগ্রহ মহাশূন্যে পাঠায় এবং ২০১২ সাল থেকে বিডিএস আঞ্চলিক পর্যায়ে সেবা দিতে শুরু করে। চীনের লক্ষ্য ২০১৮ সালের মধ্যে 'এক অঞ্চল, এক পথ'-সংলগ্ন দেশগুলোকে এবং ২০২০ সাল নাগাদ গোটা বিশ্বকে বিডিএসের সেবার আওতায় নিয়ে আসা। (সুবর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040