Web bengali.cri.cn   
চাং বি ছেনের কণ্ঠে গান
  2015-09-30 18:32:10  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সবাই ভালো আছেন তো? সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানটি। আপনাদের সাথে আছি আমি আপনাদের বন্ধু সুবর্ণা।

আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের তরুণ গায়িকা মিস চাং বি ছেনের গাওয়া কয়েকটি গান শোনাবো।

চাং বি ছেন ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর চীনের থিয়ানচিন শহরে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে চীনের চেচিয়াং টেলিভিশনের গানের প্রতিযোগিতার অনুষ্ঠান 'চায়না ভয়েস'-এ অংশ নিয়ে তিনি চ্যাম্পিয়ন হন।

২০১৫ সালে তিনি 'বাইশাও ফুল ফোঁটে' নামের একটি গান গান এবং প্রথমবারের মত এমটিভিতে অভিনয় করেন। ছোটবেলা থেকে মায়ের প্রভাবে গান গাইতে বেশ ভালো লাগে তার। ২০০৯ সালে তিনি সাফল্যের সাথে পরীক্ষায় পাস করে থিয়ানচিন বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ে ফরাসী ভাষা শিখতে শুরু করেন।

২০১২ সালের ১৮ আগস্ট দক্ষিণ কোরিয়ার কেবিএস টেলিভিশনের উদ্যোগে চীনা গানের প্রতিযোগিতায় তিনি চীনাদের মধ্যে চ্যাম্পিয়ন হন এবং চীনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ায় ফাইনাল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। ২০১৩ সালের জুন মাসে তিনি পেশাগত গায়িকা হিসেবে দক্ষিণ কোরিয়ার সংগীত জগতে প্রবেশ করেন। তবে পরে কোম্পানির চুক্তি লঙ্ঘন করার কারণে তিনি চীনে ফিরে আসেন।

বন্ধুরা, মিস চাং সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানালাম। এখন তার কণ্ঠে কিছু গান তুলে ধরি আপনাদের সামনে।

আজকের অনুষ্ঠানের প্রথম গানের নাম 'বাইশাও ফুল ফুঁটে'। গানের কথা বাংলায় অনুবাদ করলে এমন হয়, সেই বছরের বাইশাও ফুল ফোঁটার দৃশ্য সবসময় আমার স্বপ্নে আসে/আমরা হাতে হাত মিলিয়ে সমুদ্রের তীরে হাঁটাহাটি করি/সেই সময় আকাশ নীল হয়ে থাকে এবং সময় যেন আস্তে চলে যায়/ অতীতকালের স্মৃতি বড় মিষ্টি/পুনরায় সাদা সমুদ্রের দৃশ্য স্মরণ করি/সময় হয়তো সেই মূহুর্তে থামকে দাড়ায়/তুমি আর আমার যৌবন/সেই সুন্দর স্বপ্ন থেকে জেগে উঠতে চাই না আমি/যৌবন তাড়াতাড়ি আমার কাছে থেকে চলে যায়/সেই চমতকার প্রতিশ্রুতি এত পরিচ্ছন্ন ও সুন্দর....।

বন্ধুরা, পরের গানের নাম আমি 'তোমাকে ভালোবাসি, তা তুমি ভুলে যাবে না'। এ গানে বলা হয়েছে, আমি চিরদিনের মতো তোমাকে বিশ্বাস করি/তুমি আমাকে মনের কোথায় রাখ জানি না/তবে তোমার প্রশংসা আমার সবচেয়ে সুখের ব্যাপার/তুমি আমায় মনে রেখেছো সে সব গল্প আমি কিভাবে ভুলে যাবো?/ আমি তোমাকে মিস করি ও ভালোবাসি তা ভুলে যাবে না/চিরদিনের মতো তোমার পাশে থাকতে চাই/আমাকে বেশি সময় দাও, আমার ভালোবাসা সবই তোমার জন্য...।

শ্রোতা, পরের গানের নাম 'আর দেখা হবে না'। এ গানের সুর দারুণ সুন্দর এবং গানের কথা একটু বেদনাদায়ক। এ গানে বলা হয়েছে, যখন একটি নৌকা ডুবে গেছে/যখন একজন হারিয়ে গেছে/তুমি জানো না তারা কেন চলে গেছে/সেই বিদায় তার শেষ কথা হতে হবে/যখন একটি গাড়ি নিখোঁজ হয়/যখন একজন হারিয়ে যায়/তুমি জানো না তারা কেন চলে যায়/তুমি যেন এ গল্পের শেষাংশ না জানতে পারো...।

বন্ধুরা, মিস চাং বি ছেনের কণ্ঠে গান শুনতে কেমন লাগছে? তার বৈশিষ্ট্যময় কণ্ঠ কি আপনাদের মনে দাগ কাটছে? পরে যে গানটি শুনবেন তার নাম 'রিং'। এ গানটি চীনের একটি অতি জনপ্রিয় টেলি সিরিজের থিম সংগীত। চলুন একসাথে গানটি শুনি আমরা।

পরের গানের নাম 'সে বলে'। এ গানটি আমার বেশ ভালো লাগে। গানের সুর হাল্কা ও শ্রুতিমধুর। গানে বলা হয়েছে, সে আস্তে আস্তে চলে আসে এবং ধীরে ধীরে নীরব হয়ে যায়/তবে অবশেষে একাই প্রতিরোধ করতে সক্ষম নয়/আমাদের ভালোবাসায় কোনো ভুল নেই/তবে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়...।

প্রিয় বন্ধুরা, পরের গানের নাম 'আমি আস্তে আস্তে চলে যাই'। গানের নাম থেকে বোঝা যায় গানটি একটু দুঃখের। মিস চাংয়ের সাবলীল কণ্ঠ ও মনোযোগী অভিনয়ের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখের গানের অনুভূতি বর্ণনা করা সম্ভব হয়েছে। চলুন একসাথে গানটি শুনি আমরা।

বন্ধুরা, গান শুনতে শুনে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আপনাদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করছি। এ গানের নাম সুখের স্বপ্ন।

এ গানে বলা হয়েছে, তোমার সঙ্গে পরিচিত হওয়ার আগ পর্যন্ত আমি কখনো প্রেমে বিশ্বাস করিনি/তবে তুমি হঠাত্ আমার দুনিয়ায় প্রবেশ করেছ/ভীড়ের মধ্যে শুধু তোমার সঙ্গে পরিচিত হতে প্রস্তুত আমি/আমি চার ঋতু দিয়ে তোমাকে ভালোবাসি/ আমার সুখ-দুঃখ সবই তোমার জন্য/একদিন না দেখলে মনে হয় তিন বছর না দেখার মতো/আমার বাকি জীবনে তোমার প্রেমে পরা যথেষ্ট নয়/আমি চার ঋতু দিয়ে তোমাকে ভালোবাসি/ চোখের সামনে দেখেছি রংধনু ওঠে/তুষারপাত হয় তোমার জন্য/আমার মৃত্যু পর্যন্ত চিরদিনের মতো তোমাকে ভালোবাসি/আমি চার ঋতুতেই তোমার সাথে থাকি...।

প্রিয় বন্ধুরা, আর এ সুন্দর ও রোমান্টিক গানের মধ্য দিয়ে শেষ করছি আজকের সুরের ধারায় অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার কথা হবে। (সুবর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040