বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।
প্রকাশ : তাহলে মান্না আপা আজ আমরা কি কি খবর নিয়ে আলোচনা করবো।
মান্না : ধন্যবাদ প্রকাশ। বাছাই করা একটি সংবাদ দিয়েই আজ আলোচনা শুরু করা যাক। আপনিই শুরু করুন।
প্রথম খবর : সাফল্যের সঙ্গে উপগ্রহ উতখেপণ করেছে চীন
সাফল্যের সঙ্গে পরীক্ষামূলক প্রথম যোগাযোগ উপগ্রহ উতখেপণ করেছে চীন।
গেলো সপ্তাহের শনিবার রাত ১১টা ৪২ মিনিটে চীনের সিছুয়ান প্রদেশের সিছাং উপগ্রহ কেন্দ্র থেকে মহাকাশে একটি যোগাযোগ উপগ্রহ পাঠিয়েছে চীন। লংমার্চ থ্রিবি ক্যারিয়ার রকেটের মাধ্যমে পরীক্ষামূলক যোগাযোগ উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হলো।
চীনের যোগাযোগ প্রযুক্তির পরীক্ষামূলক ধারাবাহিক উপগ্রহের প্রথম হলো এটি। প্রধানত ব্রডব্যান্ড যোগাযোগের মাধ্যমে 'কা ফ্রিকোয়েন্সি ব্যান্ডে'র পরীক্ষা করা হবে এ স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট যোগাযোগে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে, এল, এস, সি, কু ও কা। কা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাত্রা তুলনামুলকভাবে বেশি। আধুনিক সামরিক ও বেসামরিক যোগাযোগে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
দ্বিতীয় খবর : শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে তদন্ত প্রতিবেদন আজ প্রকাশিত হবে
শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আজ বুধবার প্রকাশ করা হবে।
এদিকে শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদী দমন অভিযানের শেষ পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে 'সর্বোচ্চ মাত্রার গুরুতর বিষয় পাওয়া গেছে'। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রিন্স জেইদ আল রাদ আল হোসেন সুইজারল্যান্ডের জেনিভায় সোমবার এ কথা জানান।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) অধিবেশনের উদ্বোধনী দিনে প্রিন্স জেইদ বলেন, ছয় বছর আগে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের শেষ মাসে বেসামরিক মানুষের প্রাণহানি ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হয়েছিল।
অন্যদিকে শ্রীলঙ্কার সরকার কয়েক দশকের জাতিগত লড়াইয়ের পর আবার ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে যে ট্রুথ কমিশন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে, দেশটির সংখ্যালঘু তামিল সম্প্রদায় মঙ্গলবার তা প্রত্যাখ্যান করে এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
তৃতীয় খবর : ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০০
সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ঝাবুয়া জেলায় এক ভয়াবহ বিস্ফোরণে একশ'রও বেশি মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দেড়শ' জনের বেশি। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের হিন্দুস্তান টাইমস'র শনিবার এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঝাবুয়া শহরের এক রেস্তোরাঁয় শনিবার সকালে বিস্ফোরণটি ঘটে। এতে রেস্তোরাঁ ও কাছাকাছি ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্ত বলছে, রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের কারণে বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে অংশ নিয়েছে সাধারণ মানুষ। পুলিশ ধারণা করছে, রেস্তোরাঁয় বোমা লুকানো থাকতে পারে। তবে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।
এদিকে, এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভয়াবহ বিস্ফোরণে হোটেলের ছাদ সম্পূর্ণ উড়ে যায়। মৃতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সরকারি সাহায্য দেয়ার ঘোষণা করা হয়েছে। (প্রকাশ/মান্না)
1003ccp.m4a
|