Web bengali.cri.cn   
'রাষ্ট্র প্রতিষ্ঠার মহান কাজ'
  2015-10-02 18:46:51  cri


চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে চীনের জাতীয় দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং রুবী।

সুপ্রিয় শ্রোতা, আজ চীনের জাতীয় দিবস। গত ৬৬ বছর আগে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে নয়া চীন প্রতিষ্ঠিত হয়। আজকের এ অনুষ্ঠানে আপনাদের 'রাষ্ট্র প্রতিষ্ঠার মহান কাজ' শিরোনামের চলচ্চিত্রের গানগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।

আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে চলুন উপভোগ করা যাক আজকের গানগুলো।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'অনুসন্ধান'।

অনুসন্ধান শিরোনামের গানটি 'রাষ্ট্র প্রতিষ্ঠার মহান কাজ' শিরোনামে একটি চলচ্চিত্রের মূল গান।

রাষ্ট্র প্রতিষ্ঠার মহান কাজ চলচ্চিত্রে জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধের পর সিপিসি'র নেতৃত্বে নয়া চীন গড়ে তোলার বিভিন্ন প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'রেড'।

জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ জয়ের পর চীনের বিভিন্ন মহল ও বিভিন্ন পার্টি যুদ্ধ করাকে ঘৃণা করেন। সে সময় চীনে বেশ কয়েকটি রাজনৈতিক পার্টি ছিল। মাও সেতুং'র নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি ও চিয়াং চিয়ে শি'র নেতৃত্বে চীনের কুও মিং তাং পার্টি ছোং ছিং শহরে শান্তি বৈঠকে বসেন। আন্তরিকতা প্রদর্শনে কমিউনিস্ট পার্টি নিজেদের দখলের কিছু অঞ্চল ছেড়ে দেয়।

শ্রোতাবন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'শাংহাইয়ের সকাল' শিরোনামে একটি গান।

ওদিকে হলো কি কুও মিং তাং পার্টি গণতান্ত্রিক সরকার গড়ে তোলার কোনো কার্যক্রম গ্রহণ করে নি। বরং তারা গণতান্ত্রিক পার্টিগুলোকে তাড়িয়ে দেয় এবং সামরিক সরকার একান্ত প্রশাসনের পথে এগিয়ে যায়।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'পতিত শহর' শিরোনামের একটি গান।

এরপর মাও সেতুং'র নেতৃত্বে কমিউনিস্ট পার্টি চীনজুড়ে জাতীয় ঐক্য ফ্রন্ট গড়ে তোলেন এবং সারা চীনের মানুষের সমর্থন লাভ করেন। যা চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন আয়োজনে শক্ত ভিত্তি স্থাপন করে।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'ছেননানছুয়াংয়ের ওপর হামলা'।

এ সময় জাতীয় ঐক্য ফ্রন্ট ভেঙে দেওয়ার জন্য কুও মিন তাং পার্টির ষড়যন্ত্রসহ বিভিন্ন পদ্ধতিতে গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন আয়োজনে বাধা দেয়।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'কালো মেঘে ঢাকা শহর' শিরোনামের একটি গান।

সিপিসি নয়া চীন প্রতিষ্ঠার লক্ষে এবং সামরিক সরকারের অবসান ঘটাতে যুদ্ধ চালাতে শুরু করে। বেশ কয়েক বছরের যুদ্ধের পর ১৯৪৯ সালের ১ অক্টোবর নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেন সিপিসি'র নেতা মাও সেতুং।

বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'সুদূর পবিত্র জায়গার বাণী' শিরোনামের গান।

এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ১৭২ জন বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী।

প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'মানব জাতির সমাবেদনা'।

সুপ্রিয় শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো .....................।

এবার বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040