Web bengali.cri.cn   
থ্রিডি প্রিন্টারেড হৃৎপিণ্ডের নমুনা আসছে!
  2015-10-02 18:47:44  cri


আপনার হয়তো জানেন হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদি চিকিৎসক রোগীর এ অঙ্গটি অর্থাত হৃদপিণ্ড বাস্তবে দেখতে পেতেন তাহলে হৃদপিণ্ডে অস্ত্রোপচার আরও নিরাপদ হতো।

প্রযুক্তির কল্যাণে এ কাজটিও এবার সম্ভব হতে চলেছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও বোস্টন শিশু হাসপাতালের একদল গবেষক এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। এমআরআই স্ক্যানকে মূল নকশা হিসেবে ব্যবহার করে এই প্রযুক্তিতে মাত্র তিন ঘণ্টার মধ্যে রোগীর হৃৎপিণ্ডের একটি নমুনা ডাক্তারের হাতে দেওয়া সম্ভব। এটা হবে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টার দিয়ে। এই প্রিন্টার দিয়ে এমআরআই স্ক্যান থেকে হৃৎপিণ্ডের নমুনা বা মডেল তৈরি করা হবে।

যখন রোগী কোনো অঙ্গের এমআরআই স্ক্যান করান, যন্ত্রটি তখন নির্দিষ্ট অঙ্গটির প্রস্থচ্ছেদের শত শত ছবি তোলে। এই ছবি থেকে অঙ্গটির ত্রিমাত্রিক নমুনা তৈরির কাজটা বেশ জটিল হয়ে পড়ে। অঙ্গটির প্রতিটি অংশের দেয়ালের মধ্যবর্তী ব্যবধান কত তা ঠিকঠাকভাবে জানতে হয়, প্রতিটি অংশ যাতে আলাদাভাবে চেনা যায়, সেটাও নিশ্চিত করতে হয়।

কিন্তু প্রতিটি অংশ আলাদাভাবে স্ক্যান করতে গেলে হৃৎপিণ্ডের দুই শতাধিক ছবি নেওয়ার প্রয়োজন পড়ে, যাতে প্রায় ১০ ঘণ্টার মতো সময় ব্যয় হয়। এই কাজটিকে সহজ করতে স্ক্যান করা মাত্র আটটি ছবি নিয়ে ঘণ্টা খানেকের মধ্যেই কাজটা করা সম্ভব। এরপর একে থ্রিডি প্রিন্টারে তৈরি করতে সময় লাগে আরও দুই ঘণ্টা।

আশার কথা হলো, এই প্রযুক্তি বাস্তবে ব্যবহার করা গেলে সময় বাঁচবে এবং হৃদরোগের চিকিৎসা আরও নিরাপদ হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040