Web bengali.cri.cn   
চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে উন্নয়নের অন্যতম কৌশল হিসেবে গ্রহণ করেছে: সি চিন পিং
  2015-09-28 19:35:51  cri
সেপ্টেম্বর ২৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তার দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে আর্থনীতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম কৌশল হিসেবে গ্রহণ করেছে। তিনি স্থানীয় সময় রোববার নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এক মধ্যাহৃভোজে এ কথা বলেন। এসময় সেখানে উপস্থিত পেরু, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ ৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তন মোকাবিলা সম্পর্কে মতবিনিময় করেন।

মধ্যাহৃভোজে প্রেসিডেন্ট সি জানান, ২০১৪ সালে চীনে কার্বন ডাই অক্সাইড নির্গমণের পরিমাণ ২০০৫ সালের চেয়ে ৩৩.৮ শতাংশ কম ছিল। আর ২০২০ সালে এ পরিমাণ ৪০ থেকে ৪৫ শতাংশ কম করার প্রচেষ্টা চালাচ্ছে চীন সরকার।

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যারিস সম্মেলন প্রসঙ্গে সি চিন পিং বলেন, আসন্ন সম্মেলনে যে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, সকল দেশকে তা অনুসরণ করতে হবে। তিনি আশা করেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার যে প্রতিশ্রুতি উন্নত দেশগুলো দিয়েছে, তা তারা মেনে চলবে এবং উন্নয়নশীল দেশগুলোকে আধুনিক প্রযুক্তি সরবরাহ করে জলবায়ু পরবির্তন মোকাবিলায় ভূমিকা রাখবে।

(সুবর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040