Web bengali.cri.cn   
সাংবাদিক সম্মেলনে সি চিন পিং ও ওবামা; যৌথ সহযোগিতার আহ্বান
  2015-09-26 11:50:52  cri

সেপ্টেম্বর ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছেন।

এ সময় প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ রয়েছে। দু'পক্ষ দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসতে, আন্তর্জাতিক আইন অনুসারে নৌ ও বিমান চলাচলের স্বাধীনতা রক্ষা করতে চায় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, সার্বিক ও কার্যকরভাবে 'দক্ষিণ চীন সাগর সংশ্লিষ্ট পক্ষের কর্মসূচি' বাস্তবায়ন করা এবং শিগগিরি 'দক্ষিণ চীন সাগর আচরণবিধি'র আলোচনা শেষ করার তাগিদ দেয় চীন। তা ছাড়া, দু'পক্ষ এ ব্যাপারে অব্যাহতভাবে গঠনমূলক যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে সি চিন পিং বলেন, গণতন্ত্র ও মানবাধিকার হলো মানবজাতির অভিন্ন বিষয়। বিভিন্ন দেশের জনগণের নিজ দেশের উন্নয়নের পথ বাছাই করার অধিকারকে সম্মান করতে হবে। চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া হলো সমাজে ন্যায় বাস্তবায়ন এবং মানবাধিকার উন্নয়নের প্রক্রিয়া। চীন সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মানবাধিকার নিয়ে সংলাপ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।

ইন্টারনেট নিরাপত্তা প্রসঙ্গে সি চিন পিং বলেন, ইন্টারনেট ব্যবহারকারী দু'টি বড় দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের সংলাপ ও সহযোগিতা আরো জোরদার করা উচিত। বৈরিতা ও সংঘর্ষ সঠিক পথ নয়। চীন ও যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা বিভাগগুলো সাইবার হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছে। কোনো দেশই ইন্টারনেটে মেধাস্বত্ব চুরি সমর্থন করে না। তা ছাড়া, দু'দেশ সাইবার হামলা ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ পর্যায়ের সংলাপ চালু এবং হটলাইন স্থাপন করবে বলেও জানান প্রেসিডেন্ট।

(ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040