Web bengali.cri.cn   
সহযোগিতা ও কল্যাণ হলো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের একমাত্র পথ: সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রেসিডেন্ট সি
  2015-09-26 10:37:11  cri

সেপ্টেম্বর ২৬: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল (শুক্রবার) হোয়াইট হাউসের দক্ষিণ লনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এ সময় এক ভাষণে সি চিন পিং জোর দিয়ে বলেন, সহযোগিতা ও দু'পক্ষের কল্যাণ হলো চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের একমাত্র সঠিক পথ। দৃঢ় বিশ্বাস নিয়ে যৌথভাবে সহযোগিতা করলে চীন-মার্কিন সম্পর্কের নতুন অধ্যায় রচিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট সি সুস্পষ্ট ভাষায় বলেন, বিচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালানোর চেয়ে চীন-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করলে বিশ্বে অনেক বড় প্রভাব পড়বে।

স্থানীয় সময় সকাল ৯টায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও স্ত্রী ফেং লি ইউয়ান হোয়াইট হাউসের দক্ষিণ লনে পৌঁছান। দু'দেশের জাতীয় সংগীতের সুরে সি চিন পিং ও ওবামা গার্ড অব অনার পরিদর্শন করেন। এরপর ভাষণ দেন দু'নেতা।

সি চিন পিং মার্কিন জনগণকে চীনের ১৩০ কোটি মানুষের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয় মহান দেশ। চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর অনেক প্রতিকূলতা মোকাবিলা করে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে দু'দেশ।

সি চিন পিং জোর দিয়ে বলেন, এবারের যুক্তরাষ্ট্র সফরে দু'দেশের সম্পর্ক আরো উন্নত করা এবং দু'দেশের জনগণ ও বিশ্ববাসীর জন্য আরো বেশি কল্যাণ কামনা করি। বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সি বলেন, চীন-মার্কিন জনগণের আন্তরিক আবেগ তাকে দু'দেশের সম্পর্কের উন্নত ভবিষ্যতের আস্থা যুগিয়েছে।

এদিকে, বারাক ওবামা প্রথমে চীনা ভাষায় 'নি হাও' বলে সি চিন পিং ও ফার্স্ট লেডি ফেং লি ইউয়ানকে স্বাগত জানান। তিনি বলেন, সি'র এবারের সফর হলো দু'দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রমাণ। তিনি আবারো ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র স্থিতিশীল, সমৃদ্ধ ও শান্তিময় চীনের পুনরুত্থানকে স্বাগত জানায়। এটা বৈশ্বিক বাণিজ্য ও উন্নয়নের জন্য সহায়ক। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ইরানের পরমাণু ইস্যুসহ নানা বৈশ্বিক সমস্যার সমাধানের চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট সি'র বক্তব্যের সুর ধরে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে বিশ্ব আরো নিরাপদ ও সমৃদ্ধ হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াং হু নিং, লি চান শু, ইয়াং চিয়ে ছি প্রমুখ চীনা কর্মকর্তাসহ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উপস্থিত ছিলেন।

(ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040