Web bengali.cri.cn   
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় চীনের ভূমিকা দৃষ্টান্তমূলক: জ্ঞান চন্দ্র আচার্য
  2015-09-25 19:11:43  cri
সেপ্টেম্বর ২৫: জাতিসংঘের উপ-মহাসচিব জ্ঞান চন্দ্র আচার্য বলেছেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে চীনের ভূমিকা দৃষ্টান্তমূলক। তিনি গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

আচার্য বলেন, ১৯৫৫ সাল থেকে এ পর্যন্ত দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তিগত ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্ব সম্পর্কে ধারণা দেয় বলেও তিনি মন্তব্য করেন।

জাতিসংঘের আসন্ন উন্নয়ন শীর্ষ সম্মেলন চলাকালে অনুষ্ঠেয় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসংশ্লিষ্ট গোলটেবিল বৈঠককে 'গুরুত্বপূর্ণ' আখ্যায়িত করে তিনি আরও বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিশ্বের টেকসই উন্নয়নে আরও সক্রিয় ও ইতিবাচক ভূমিকা পালন করবে। চীন অব্যাহতভাবে এ প্রক্রিয়ায় নিজের অবদান রেখে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা গোলটেবিল বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সভাপতিত্ব করবেন। (স্বর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040