1007
|
প্রিয় শ্রোতা, প্রথমে শুনবো আমার সবচেয়ে প্রিয় গায়ক ছেন ই সুনের কণ্ঠে গাওয়া ছেন সিয়াও সিয়ার লেখা 'ধন্যবাদ' নামের একটি গান। এ গানে বলা হয়েছে, তুমি আমাকে ছেড়ে দাও, হঠাত করে আমি আবিষ্কার করি আগে তোমার ওপর কি নির্ভর করতাম। আমাকে যত্ন করা এবং সুন্দর বিশ্ব দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। যখন কিছু হারিয়ে ফেলেছি তখন বুঝেছি কী গুরুত্বপূর্ণ ছিলো তা।
বন্ধুরা, এখন শুনবো 'এক দিন আমি...'। ১৯৯০ সালে প্রকাশিত পুরাতন একটি গান এটি। গায়ক সুন চিয়ান পিং প্রথমে এ গান গেয়েছেন। তবে অনেকে গায়িকা চাই ছুন চিয়ার সংস্করণের মাধ্যমে এ গান শুনতে চান।
এ গানের কথা এমন, এক দিন আমি ডানা মেলে উড়ব। এক দিন আমি চোখ খুলে দেখব। একদিন আমি দেখব স্বপ্নে হাজির হওয়া ওই মানুষটিকে। এক দিন আমি সারা পৃথিবীজুড়ে উড়বো।
শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন কি না, গায়কদের চেয়ে বেশি গায়িকারা গেয়েছেন ছেন সিয়াও সিয়ার লেখা গান। যে গানগুলো আমরা শুনবো তার সবগুলো গানই বিভিন্ন গায়িকার কণ্ঠে গাওয়া। প্রথমে শুনবো তাইওয়ানের গায়িকা হো সিয়াং থিংয়ের 'অস্পষ্ট' নামের একটি গান। ছেন সিয়াও সিয়া এ গানের সুর দিয়েছেন।
কুও চিং তাইওয়ানের তরুণ প্রজন্মের গায়িকাদের অন্যতম। তার জন্য ছেন সিয়াও সিয়া লিখেছেন 'পরবর্তী ভোর' নামে একটি গান। এটাও চীনে জনপ্রিয় একটি প্রেমের গান। এ গানের বলা হয়েছে 'পরবর্তী ভোরে আমরা বেড়াতে যাব ওই জায়গায় সেখানে আমরা হাত ধরে একবার দেখেছিলাম ফুটে থাকা ফুলগুলো। পরবর্তী ভোরে গোপানে তুমি আমার সাগর দেখার ছবি তোলো। উপহার হিসেবে আমাক দাও সে ছবি। ছবিতে আমার লম্বা চুল বাতাসে উড়ছে যা আমি পছন্দ করি। '
সুপ্রিয় শ্রোতা, ফান ওয়ে ছিও তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকা। তার বিয়ের আগে প্রকাশ করা হয় 'গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত' নামে একটি গান। গানের সুর দিয়েছেন সেন সিয়াও সিয়া। গানে ফান ওয়ে ছি বিয়ে করা যে জীবনের একটি 'গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত' তাই ব্যক্ত করেছেন।
গায়ক কুয়াং লিয়াং ও পিন কুয়ান আমার প্রিয় একটি গ্রুপের সদস্য। তারা গেয়েছেন 'বন্ধু' নামে একটি চমতকার গান। ছেন সিয়াও সিয়া এ গানের সুর দিয়েছেন ও কথা লিখেছেন। গানে বলা হয়েছে, বৈঠা ছাড়া আমি নৌকা চালাতে পারি। বাতাস ছাড়া পাল উড়াতে পারি। তবে বন্ধু, যখন তুমি আমাকে ছেড়ে দাও, আমার দুঃখ লাগে।
বন্ধুরা, গায়িকা লিয়াং চিং রু 'গতকাল' নামে একটি গান গেয়েছেন। এটাও আমার প্রিয় একটি গান। ছেন সিয়াও সিয়া এ গানের সুর দিয়েছেন। কোমল পিয়ানোর সুর শুনে গানের কথা না বুঝলেও অনুভব করতে পারেন এটিও একটি তিক্ত প্রেমের গান।
আজকের শেষ গান হিসেবে আপনাদের শোনাবো ছেন সিয়াও সিয়া'র নিজের কণ্ঠে গাওয়া একটি গান। এই গানটিও আমার প্রিয় একটি গান। এ গানের নাম 'Angel's face in a perfect profile'। আমি জানি মিষ্টি এ গানটি একবার শুনলেই পছন্দ করবেন আপনারা।