Web bengali.cri.cn   
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে দু'দেশের যুবসমাজের প্রচেষ্টাও জরুরি: লিঙ্কন স্কুল পরিদর্শনকালে সি চিন পিং
  2015-09-24 18:16:18  cri

সেপ্টেম্বর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুন্দর ও জোরদার করতে দু'দেশের যুবসমাজের প্রচেষ্টাও জরুরি। তিনি গতকাল (বুধবার) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনের টাকোমা শহরের লিঙ্কন হাই স্কুল পরিদর্শনকালে এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন চীনের ফার্স্ট লেডি ফেং লি ইউয়ান।

তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যত এবং শিক্ষাজীবন হচ্ছে সুন্দরতম সময়। দু'দেশের যুবসমাজের মধ্যে পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে চীন-মার্কিন সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে চীনের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি স্কুলের স্টেডিয়াম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে ফুটবল ও জার্সি উপহার হিসেবে গ্রহণ করেন। পরে তারা স্কুলের ক্লাসরুম পরিদর্শনে গেলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের 'নি হাও' বলে স্বাগত জানান। (ওয়াং হাইমান/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040