Web bengali.cri.cn   
ওয়াশিংটনে মাইক্রোসফ্টের সদর দফতর পরিদর্শন করলেন চীনের প্রেসিডেন্ট
  2015-09-24 16:28:28  cri

সেপ্টেম্বর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বুধবার) ওয়াশিংটনে মাইক্রোসফ্টের সদর দফতর পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন চীনের ফার্স্ট লেডি পেং লি ইউয়ান।

পরিদর্শনকালে প্রেসিডেন্ট সি ১৯৯৫ সালে মাইক্রোসফ্টের চীনের বাজারে প্রবেশের কথা স্মরণ করেন। তিনি বলেন, ব্যবসা দ্রুত সম্প্রসারণ করার পাশাপাশি মাইক্রোসফ্ট চীনের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তিকে চীনা অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে। তার দেশে মাইক্রোসফ্টের মত মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও চীনের প্রেসিডেন্ট দাবি করেন।

এসময় মাইক্রোসফ্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নারায়ণ নাডেলা সংক্ষেপে তার কোম্পানির ধারাবাহিক উন্নয়নের ইতিহাস সি চিন পিংয়ের সামনে তুলে ধরেন। এ ছাড়া, কোম্পানির প্রকৌশলীরা চীনের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সামনে কয়েকটি আধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন।

পরে মাইক্রোসফ্ট সদর দফতরেই অষ্টম চীন-মার্কিন ইন্টারনেট ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিরা সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেন। এসময় সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্টারনেট পরিবেশ বৈশ্বিক শান্তি ও উন্নয়নের পূর্বশর্ত। তিনি আরও বলেন, তার দেশ একটি নিরাপদ, উন্মুক্ত ও সহযোগিতামূলক ইন্টারনেট ব্যবস্থার পক্ষে। (শিশির/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040