Web bengali.cri.cn   
ঈদুল আজহা উপলক্ষ্য চীনের ইসলাম ধর্ম সমিতির ঈদপূর্ব পুনর্মিলনী অনুষ্ঠিত
  2015-09-24 16:23:22  cri

সেপ্টেম্বর ২৪: চীনের ইসলাম ধর্ম সমিতি গতকাল (বুধবার) পেইচিংয়ে ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে এক ঈদপূর্ব পুনর্মিলনীর আয়োজন করে।

অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ান তোং, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির যুক্তফ্রন্ট বিষয়ক দফতরের মন্ত্রী সুন ছুন লান, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এলিগেন ইমিবাখি, জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান ওয়াং চাং ওয়েই ও মা বিয়াও প্রমূখ উপস্থিত ছিলেন।

চীনের ইসলাম ধর্ম সমিতির চেয়ারম্যান মহান ইমাম চেন কুয়াং ইউয়ান অনুষ্ঠানে চীনের ইসলাম ধর্ম সমিতির পক্ষ থেকে চীনসহ বিশ্বের নানা দেশের মুসলমান ভাই-বোনদের প্রতি ঈদের শুভেচ্ছা ও আন্তরিক শুভ কামনা জানান।

তিনি বলেন, এ বছর চীনের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধজয়ের ৭০ বছর পূর্তি। ইসলাম ধর্ম হচ্ছে দেশপ্রেমিক ও শান্তির ধর্ম। চীনের মুসলমানরা দেশ রক্ষা ও বিদেশী শত্রুদের প্রতিরোধ করার জন্য রক্ত দিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা অভ্যাহতভাবে চীনে সার্বিক সচ্ছল সমাজ প্রতিষ্ঠা এবং জাতির পুনরুত্থানে চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য শক্তভাবে কাজ করছি। পবিত্র ঈদের আনন্দময় এই সময়ে স্বদেশের সমৃদ্ধি, মানবজাতির সম্প্রীতি ও বিশ্ব শান্তি কামনা করছি।

চীনস্থ ৪০টির বেশি ইসলাম ধর্মীয় দেশের কূটনীতিবিদ, পেইচিংয়ে কর্মরত বিদেশী মুসলমান বিশেষজ্ঞ প্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের মুসলমান প্রতিনিধিসহ ৩০০ জন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (ইয়ু/মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040